আমাদের কথা খুঁজে নিন

   

এইবার একটা মুবাইল কোম্পানী খুলতাম চাই...

মানুষ আর মানুষের তামশা দেখি,দুটোই আমার প্রিয় ! বুঝতে পারার পর থেকে স্বপ্ন দেখতাম একটা ভ্যানের মালিক হওনের। আহ গামছা দিয়া মাঝে মাঝে গতরডা মুছবো, আর খোমাইয়া ভ্যান চালাইমু। পিছনে বসা শাড়ী পড়া মাইয়া গুলো কইবো --আস্তে, আস্তে চালান... এরপর তিন চাকার ভ্যান যখন বাবা-মা'য়ে কিইন্না দিল না দাম বেশি দেইখা..... তখন আমার স্বপ্নের চাক্কা একটা কমাইয়া দিলাম। এইবার হইল-- সাইকেল। ক্রিং-ক্রিং বেল বাজামু আর শার্টের কলার থাকবে খোলা।

স্কুল ছুটি হইলে পরে... বেল না বাজাই কইমু.... এই যে খুকুমনিরা একটু চাপো... ডাইনে চাপো...বায়ে চাপো.... হইলো না। চাক্কা একটা কমাইয়ায়ো কিছু পাইলুম না। এক চাক্কা ওয়ালা আর কিছু খুইজা না পাইয়া....... তখন আমার ফিবারিট নায়ক ইলিয়াসকাণ্চন খালি ট্রাক চালাইতো সিনেমায়। খালি দুই নাম্বারি মাল পাচার করত, আর গুন্ডাগো লগে ফাইট দিত। এই জন্য দুই চাক্কা হইতে এক লাফে চার-চাক্কায় উন্নতি।

এইবার হইলো ট্রাক- সমগ্র বাংলাদেশ পাঁচ টন। পুরা বাংলাদেশ এর ওজন টা ক্যামতায় মাপলো...... কুটিকালে কিছুতেই আমার কুটি মাথায় এই কাহিনী বুঝ খাইত না। বাবা-মা আমার স্বপ্ন জলান্জলী দিয়াই যাইতে লাগল........ অবশেষে চাকরি হল... টাকা হল..... ভ্যান,সাইকেল,বাস- ট্রাক দেখানোর একজন মানুষও হল........... কিন্তু আমার স্বপ্ন পূরণ হল না। উনাকে কইলাম........একটা তেলের সাইকেল কিনি। তোমারে নিয়া চক্কর দিবানে।

কইলো........তোমারে নিয়াই চক্করের উপর আছি, আর নতুন চক্কর খাওনের শখ নাই। সবাই আমার পিছনে লাগছে। আমি যেডাই স্বপ্ন দেখি, হেডাতেই না। ভাবছি বাস-ট্রাকের স্বপ্ন আর না........... এইবার একটা মুবাইল কোম্পানীই খুলমু.... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.