আমাদের কথা খুঁজে নিন

   

ধর্মানুভূতির সুবিধা অসুবিধা

কিছু খুনি ধর্ষকের বিচারের বিরুদ্ধতার জল গড়িয়ে দাঁড়ালো হেফাজতে ইসলামীর "ঈমানি চেতনা" ও "ধর্ম অনুভূতি" । কিছু উগ্র নাস্তিক ধর্মের নামে বাজে কথা লিখেছে । তাই তারা যদি ধর্ষণের বিচার চায় তবে তা গণ্য হবে না । কারণ শাহবাগের সব(!) নাস্তিক। তাদের ধর্মানুভূতি নাই ।

স্বীকৃত যুদ্ধাপরাধী বাঁচাতে শিবির হরতাল দিল। মানুষ খুন হল । তাদের ব্লগে হত্যার ঘোষণা দিল । আমার দেশ পত্রিকা সাহায্য করল । জামাত মন্দির ভাঙলো ।

বাড়িঘর পুড়ালো । তাদের কিছুই হল না । কারণ তাদের নির্দিষ্ট ধর্মানুভূতি আছে। মন্দির পুড়ানোয় কোন আঘাত লাগে নাই । কারণ যারা পুড়িয়েছে তাদের নিজস্ব একটি ধর্মানুভূতির আছে ।

মন্দির পুড়ানোয় না লাগলেও ব্লগে হাবিজাবি লেখায় বিশাল আঘাত লেগেছে। কারণ যারা লিখেছে তাদের ধর্মানুভূতি নাই । সরকার কি অপরাধ বিচার করছে কার ধর্মানুভূতি আছে বা নাই তার ভিত্তিতে?না কৃতকর্মের ভিত্তিতে? ধর্মানুভূতি আছে এর ভিত্তিতে না আবার সাঈদী আর কাদের মোল্লাকে মুক্তি দেয়া হয় ! ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।