আমাদের কথা খুঁজে নিন

   

লাথি গুতা খাইতে খাইতে তাদের চামড়া হবে আরও মজবুত আরও শক্তিশালী.......!!!!

এই ছুট্ট জীবনে রাজনৈতিক নেতাদের জন্য কত নিরীহ প্রান বলি হতে দেখলাম!কত বাবা হল সন্তান হারা,মা হল ছেলে হারা,স্ত্রী হল স্বামী হারা,মেয়ে হল ধর্ষিতা!তবুও উনাদের মন ভরে না।এ মনের গভীরতা কত মহাসাগর সমান তা উনারায় বলতে পারবেন।উনাদের সমন্ধে বলতে গেলে কয় দিন পরে এ গল্প শেষ হবে জানি না।বাংলাদেশ যদি কোন দিন সোনার বাংলা হয় তবে সে দিনের বাচ্চারা হয়তো উনাদের এ সব গুনের কথা রুপ কথার গল্পের মত দাদা দাদির কাছে শুনবে।সেখানে উনাদের এসব চরিত্র রাজপুত্রের আসনে ঠাই পাবে না কি রাক্ষসের আসনে ঠাই পাবে??হইত উনারা জাতে রাজপুত্রের আসনে ঠাই পান সে জন্য বার বার সত্য ইতিহাস বিকৃত করে যাবেন।অথবা সারা নতুন প্রজন্মের চামড়াটাকে আমাদের থেকে আরও মজবুত করে যাবেন জাতে নতুন প্রজন্মের কাছে এ সব সাধারন ঘটনা বলে মনে হয় ...........!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.