আমার নাম মন্জু, আমি সবাইকে আইনি সহায়তা দিতে চাই...
একের পর এক মার খেয়ে যাচ্ছে একটি ছেলে। আমি ঠিক ছেলেটির মাথায় ধরে রাখি। এক হলো ভাল করে যাতে মারতে পারে আরেক হলো যাতে মাথায় আঘাত পেয়ে মরে না যায়।
কারন বেশ কয়েকটি:
আজ থেকে বেশ কয়েক বছর আগে ছেলেটি তার বউকে একটি পা ভেংগে ফেলে। আমি কিছু সহযোগিতা করে মেয়ের বাবাকে বলে কিছু ঔষধের কথা বলে ব্যবস্থা করে দেই।
মেয়েটি এখনো হাটতে পারেনা। এক পা ভাংগা। আমাকে মামা বলে ডাকে। আমি বেশ আদর করি।
কয়েকদিন আগে আমার কাছে বিচার এলো ছেলেটি তার বউকে ওড়না পেচিয়ে মেরে ফেলতে চেয়েছে।
এলাকার লোকজন বাচায়।
এর কদিন পর শুনলাম,ছেলেটি সে তার একটি বাচ্চাকে কিছু টাকা পেলে অন্য কারো কাছে পালক হিসেবে দিতে চায়।
আজ এলাকার লোকজনের সামনে ছেলেটি তার বউকে নাকে মুখে লাথি মেরে উঠানে ফেলে রাখে।
আমাকে বেশ কয়েকজন খবর দিলে দেখতে যাই, আমি ছেলেটির সাথে কথা বলার সময় এলাকার কিছু লোক রেগে মার শুরু করে । আমি ছেলেটাকে মাথার ধরে রাখলাম যাতে মরে না যায় আবার ইচ্ছে মত পেটানো হয়েছে তাতেও আমি খুশি।
ছেলেটি প্রচন্ড মার খাওয়ার কারনে আমার কাছে আইনের সহযোগিতা চেয়েছে। আমি এলাকার লোকজনকে আগামীকাল সকালে বসতে বলেছি এবং ছেলেটিকে সহযোগিতা দেওয়ার চেষ্টা করতে হবে ।
কি করতে পারি বলুনতো?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।