ঙ্ লাথি মেরে বিয়ে: এই লাথি কোন বিদ্বেষের নয়। এই লাথি বন্ধনের। তাইওয়ানের এক গোত্রে বিয়ে হয় লাথি দিয়ে। বিয়ে সম্পন্ন করবার জন্য বরকে লাথি মারতে হয়। বর কনের হাঁটুর নীচে কায়দা মত লাথি দিলে বিয়ে সম্পন্ন হয়।
* পানিতে নিপে করে বিয়ে: আফ্রিকার ইথিওপিয়াতে বর বধূকে কাঁধে নিয়ে নির্দিষ্ট পাত্রের পানিতে ফেলে দেয়। আর বরের চেষ্টা থাকে বেশ শব্দ করে কনেকে পানিতে ফেলবার। কারণ যত বেশি শব্দ, বিয়েতে তত সুখ।
* কুলি করে বিয়ে: রুয়ান্ডাতে ওয়াটুসি গোত্রে মুখে পানি নিয়ে কুলি করা ছাড়া বিয়ে হয় না। বিয়ের অনুষ্ঠানে সবার উপস্থিতিতে নির্দিষ্ট দিনে শুভলগ্নে প্রথমে বর মুখে পানি নিয়ে কুলি করে কনের গায়ে ছিটায়।
একইভাবে কনেও মুখে পানি নিয়ে কুলি করে বরের গায়ে ছিটিয়ে বিয়ে সম্পন্ন করে।
* সূর্যের সাথে বিয়ে: ভারতের সুন্দ্রা গোত্রে বারো বছরের কুমারী মেয়েদের বিয়ে হয় সূর্যের সাথে। কনে বিয়ের সাজে গামলার পানিতে প্রতিফলিত বর সূর্যের মুখ দেখে নেয়। ব্যস হয়ে গেল সূর্যের সাথে। বাকি জীবনে ওই মেয়ে সূর্য পত্নী।
কোন পুরুষ বিয়ে করতে পারে না দেব স্ত্রীকে।
* দেবতার লেজ দিয়ে বিয়ে: ভারতের রাজপুতানার বিকানী হিন্দুদের বিয়েতে ঘটে অদ্ভুত ভাবে। গাভীকে এরা দেবতা বলে মানে। কাজেই পুরোহিত বিয়ের অনুষ্ঠান শুরু করবার আগে কনের হাত বেঁধে দেন একটি গাভীর লেজের সাথে। গাভী 'হাম্বা' বললেই শুরু হয় বিয়ের অনুষ্ঠান।
তার আগে নয়।
* পশুদের বিয়ে অফিস: রাশিয়ার জার পিয়ার দ্য গ্রেট তাঁর শাসনামলে তাঁর রাজ্যে প্রতিষ্ঠা করেছিলেন একটি অদ্ভুত
বিয়ের অফিস। এখানে কোন মনুষ্য
সাধারণের বিয়ে দেওয়া হত না, বরং রাজ্যের যত গরু, ছাগল, কুকুর, শূকর
তাদের স্ত্রী পুরুষ জোড়া বেঁধে বেঁধে
বিয়ে দেওয়া হত এখানে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।