অনুপ্রাণন বই ও লিটলম্যাগ মেলা-২০১৩ শুরু হয়ে ২৪ জুন ২০১৩ হতে। ৩০%-৭০% ছাড়ে বই বিক্রি হচ্ছে। লিটলম্যাগেও রয়েছে বিশেষ ছাড়। অনুপ্রাণন ৩টি সংখ্যা একসাথে বিক্রি হচ্ছে ১০০ টাকায়। উদ্বোধন অনুষ্ঠানে অতিথি ছিলেন, কবি মুহম্মদ নূরুল হুদা, সলিমুল্লাহ খান, জাহেদ সরওয়ার ও হালখাতা সম্পাদক শওকত হোসেন।
মেলা চলছে সকাল ১০ টা হতে রাত ৮টা পর্যন্ত। ৫ জুলাই সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে বইমেলার ইতি টানা হবে। সমাপনী অনুষ্ঠানে থাকছে নির্বাচিত ১০ জন কবির কবিতা পাঠ। কবিরা হলেন: মুহম্মদ নূরুল হুদা, টোকন ঠাকুর, সরসিজ আলীম, জাহেদ সরওয়ার, মনির ইউসুফ, রবিউল মানিক, জেবুননেসা হেলেন, কুহক মাহমুদ, রেজওয়ান তানিম ও জয়নাল আবেদীন মুকুল। অনুষ্ঠানটি শুরু হবে বিকেল ৪টা থেকে।
বন্ধুরা, বইমেলাতে আমন্ত্রণ। সর্বশেষ কবিতা আনন্দে অংশগ্রহণ করুন। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।