সুখ্যাতি আছে
এককাপ গরম দুধের ভেতর একটি টি-ব্যাগ সাঁতার দিতে দিতে
আমাকে মিথ্যা শিখাচ্ছিলো, তবে বলতে হবে মিথ্যাকে
বিশ্বাস করাতে চেষ্টা করে যাচ্ছিলো,
তবে আমি বিশ্বাস করবো জিভের উপর গড়ানো চায়ের তেতো স্বাদ,
বাকী যে গরম দুধের ভাপ- তা কানের ভেতর দিয়ে নাকের ভেতর দিয়ে
প্রবাহিত হতে দিবো অবিশ্বাসের টানা দড়ির উপর দিয়ে।
টি-ব্যাগের মিথ্যে বলাটি শিখে নেবো যে,
তুমি যখন গোছল করো, তখন তোমার লুঙির মধ্যে ভেজা সাবান
হাতে করে দাঁড়িয়ে থাকে একটি শামুক আর
তোমার গোছল শেষ হবার জন্য তোয়ালে হাতে করে দাঁড়িয়ে থাকে
অজ পাড়াগাঁয়ের রাখাল বালকের সাথী একটি জোনাক পোকা।
তোমরা যা-ই বলো, চায়ের কাপে আমি নিয়মিতই মিথ্যে ভাষণ
দিয়ে যাচ্ছি বলে বেশ সুখ্যাতি আছে আমার বন্ধুমহলে।
০১.০৯.২০১৩, ঢাকা।
অনুপ্রাণন সংগ্রহ করুন:
যোগাযোগ:
বি-৬৪, কনকর্ড এম্পোরিয়াম শপিং কমপ্লেক্স, কাঁটাবন, ঢাকা-১২০৫। ০১৯১৯৫২০৪৭৩
ঘরে বসে সংগ্রহ করতে চাইলে আপনার ঠিকানা ও চাহিদা জানান। অনুপ্রাণন প্রতিটি সংখ্যার মূল্য ৫০ টাকা। ৪টি সংখ্যার মূল্য ২০০ টাকা। পত্রিকাটি হাতে পাবার পর বিকাশের মাধ্যমে টাকা পরিশোধ করুন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।