আমাদের কথা খুঁজে নিন

   

অনুপ্রাণন

জগৎ সংসারে কত ক্ষয় হলো সুগন্ধি সাবান। ঘ্রান তো মিলিয়ে গেলো নিমিষেই। bbl_bu@yahoo.com

কবির পথ বড় বন্ধুর; কপালে একশো বন্দুক তাক করা কবির তাবৎ প্রতিকূলতা মাড়িয়ে যে আমাকে বন্ধুতা শেখালো; সে কবিতা তাই আমার কবি না হয়ে কোন উপায়-ই ছিলো না; কবির প্রেম কবিতা। বুনিয়াদি পথ একদিন সঁপেছিলো বন্ধুলি ফুল–’নে, তুই কবি হ’ সেই থেকে আমি বনোয়ারি; কবিতা-করণ প্রক্রিয়ক; কবিতা বন্দেগিতে মশগুল। যে কবিতা শুনে আত্মহননের অভিলাষ হয়েছিলো তার, আমি কি তবে কবি নই আর এমন সুকঠিন প্রশ্নের জবাবে বুনিয়াদি পথই বলেছিলো–’তুই ই কবি যে উন্মূল কাঁপাতে পারিস’; সেই থেকে বুকে আমার কবিতার অনুরণন–’হে বৎস তুমি-ই কবি; কবিতার পুজারি।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।