কত কিছু নিয়েইতো গবেষণা হয়। আর গবেষণা করতে গিয়ে গবেষকেরা কত কিছুই না করেন!!! এক গবেষক ব্রা নিয়ে গবেষণা করেছেন ১৫ বছর!!! কেমন কেটেছে তার এই পনের বছর? কিভাবে করলেন এই গবেষণা? নানান প্রশ্ন মনে জাগে। ভাবতে গেলে নানান উত্তেজক চিন্তাও মনে আসেhttp://www.notun-din.com/?p=3848।
যা হোক, এইভাবে পনের বছর কাটিয়ে ঐ ফরাসী গবেষক আবিষ্কার করেছেন, ব্রা স্থাস্থ্যের জন্য ক্ষতিকর। নারীর শরীরে সৌন্দর্য্য ধরে রাখার প্রকৃতি প্রদত্ত পদ্ধতি আছে।
তাই, ব্রায়ের ব্যবহার প্রয়োজন নাই।
ফ্রান্সের স্পোর্টস মেডিসিন বিশেষজ্ঞ জ্যা ডেলিস রৌলিন বক্ষবন্ধনী বা ব্রা নিয়ে গবেষণা করেছেন পনের বছর। ১৯৯৭ সাল থেকে ৩০০ তরুনী ও কিশোরীর উপর গবেষণা করে তিনি দেখান, ব্রা স্তনের জন্য কোন সুফলতা বয়ে আনেই না বরং ক্ষতি করে।
জ্যা ডেনিস রৌলিনের দাবি, ব্রা ব্যবহার করলে শরীর তার আপন নিয়মে কাজ করতে পারেনা। প্রাকৃতিকভাবেই স্তনে সহায়ক টিস্যু তৈরী হওয়ার কথা।
এই সহায়ক টিস্যু স্তনের সৌন্দর্য্য ধরে রাখতে ভূমিকা পালন করে। কিন্তু ব্রা ব্যবহার করলে এই সহায়ক টিস্যু তৈরী হয় না। ফলে, ব্রায়ের ব্যবহার স্তনের সুন্দর গঠন ধরে রাখতে সহায়তা করে না বরং ক্ষতি করে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।