ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের রামপুরা এলাকায় সেতুর রেলিং ভেঙে যাত্রীবাহী একটি বাস তিতাস নদীতে পড়ে ১ জন নিহত ও ৪০ জন আহত হয়েছে।
আজ রাত সোয়া নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় জানান, তাত্ক্ষণিকভাবে অন্তত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আশঙ্কা করা হচ্ছে, নিহতের সংখ্যা অনেক বেশি হতে পারে। সর্বশেষ খবর অনুযায়ী, ফায়ার সার্ভিস ও পুলিশের পাশাপাশি স্থানীয় লোকজন উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার বলেন, যাত্রীবাহী বাসটি ঢাকা থেকে সিলেট যাচ্ছিল। সেতুতে ওঠার পর বিপরীত দিকে থেকে আসা ট্রলির সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রেলিং ভেঙে বাসটি নদীতে পড়ে যায়। এ ঘটনায় একজনের লাশ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় জানা যায়নি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।