হয়তো আমি কোন কিছু সম্পর্কে নিশ্চিত নই
ব্রা. রাইসু আমারে একবার দোয়া করসিলেন (তথ্যসূত্র) । এর পরে গরু অনেক ঘাস খাইলো, ছাগু অনেকবার কমোডে গেলো। আমি কিন্তু ব্রা. রাইসুর লেখার ভক্ত। কিন্তুক আমি লগইন করা অবস্থায় ব্রা. রাইস ইউ-কে আর দেখি নাই। হইতে পারে, আমি যখন লগইন করি, তখন তিনি থাকেন পদ্যমধু লইয়া; কিংবা তিনি যখন লগইন থাকেন, আমি থাকি বদ্ধরুমে।
অনেকদিন পর আবার ব্রা. রাইসুরে ব্লগে দেখলাম। নামটা দেখেই ভাবলাম, অনেকদিন পর তাঁর নাম চক্ষুসম্মুখে যেহেতু দেখলাম, তাই তাঁর ব্লগটা ঘুরেই আসি। বাপরে! এর মধ্যে দেখলাম তিনি বেশ অনেকগুলো লেখা প্রসব করিয়াছেন। এর মধ্যে সম্প্রতি আনু মুহাম্মদের মার খাওয়ার পরও অতলবর্ষী একটা লেখা ঝেড়েছেন। তিনি অবশ্য আমাদের মতো আবোল-তাবোল লেখা লিখেন না; বিখ্যাত বিখ্যাত লেখা লেখেন।
এবং প্রচার চান।
তবে তাঁর এই লেখাগুলা দেইখ্যা আমি খুশি হই নাই। আমি তাঁর কবিতার ভক্ত, প্রথম পড়ি 'আকাশে কালিদাসের লগে মেগ দেখতেছি' বইটা। গত কয়দিনে তাঁর উদর হইতে কবিতা প্রসবিত না হইতে দেখে বড়ই বিমর্ষ আছি।
এক্ষণে ব্রা. রাইসু একখানি কবিতা প্রসব করউন- ব্রা. রাইসুর কাছে এই দুওয়া চাই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।