Student : B.Sc in EEE ঢাকার সাভারের আশুলিয়ায় বাসচাপায় এক পোশাক শ্রমিকের নিহত হওয়ার জের ধরে বিক্ষুব্ধ শ্রমিকরা সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত অবরোধ করে রাখে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক। যান চলাচল বন্ধ থাকায় ওই সড়কে বিশাল যানজট সৃষ্টি হয়। আর এ জটের কারণে সময়মতো ম্যাচ ভেন্যু বিকেএসপিতে পেঁৗছতে পারেনি সূর্যতরুণ। জট এড়িয়ে সাড়ে ১০টার দিকে মাঠে পেঁৗছলেও প্রতিপক্ষ কলাবাগান ক্রীড়া চক্রের আপত্তির কারণে ম্যাচ হয়নি। ম্যাচ রেফারি সাইমুর রহমান অবশ্য ওভার কমিয়ে ম্যাচ আয়োজনের একটা চেষ্টা করেছিলেন।
শেষ পর্যন্ত পরিস্থিতি জটিল দেখে তিনি কোনো সিদ্ধান্ত দেননি। এরপর বিষয়টি চলে যায় ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) কোর্টে। বিকেল ৫টা থেকে শুরু হওয়া দীর্ঘ মিটিংয়ে সূর্যতরুণের মাঠে সময়মতো উপস্থিত হতে না পারার যৌক্তিক কারণটি কলাবাগান কর্তাদের বোঝানোর ব্যাপক চেষ্টা চালান সিসিডিএম কর্মকর্তারা; কিন্তু কলাবাগানের কর্মকর্তাদের মন গলেনি। তাদের দাবি মোতাবেক লীগের বাইলজের ১২/১৩ ধারা অনুযায়ী সময়মতো মাঠে উপস্থিত হতে না পারায় প্রথম পর্বের দুই রাউন্ড বাকি থাকতেই রেলিগেটেড হয়ে গেল সূর্যতরুণ। আর কলাকৌশল করে ওয়াকওভার পেয়ে গেল কলাবাগান।
কোনো দল খেলতে অস্বীকৃতি জানালে বা ওয়াকওভার দিলে তাদের অর্জিত সব পয়েন্ট বাতিল বলে গণ্য হয় এবং পরে তাদের কোনো ম্যাচও খেলতে দেওয়া হয় না।
গতকাল সকালে মাঠে কলাবাগানের ক্রিকেটারদের বোঝানোর চেষ্টা করেছেন ম্যাচ রেফারি এবং আম্পায়াররা; কিন্তু তারা অনড়। স্পষ্ট জানিয়ে দেন, খেলবেন না তারা। তাদের ওয়াকওভার দিতে হবে। সন্ধ্যায় সিসিডিএম কর্মকর্তারাও কলাবাগানের কর্মকর্তাদের নানাভাবে বোঝানোর চেষ্টা করেন।
ক্রিকেটারদের মতো তারাও মানেননি। মিটিং শেষে সিসিডিএম সদস্য সচিব ইকবাল ইউসুফ চৌধুরী নিকু জানান, 'আমরা কলাবাগান কর্মকর্তাদের অনেক বোঝানোর চেষ্টা করেছি; কিন্তু পারিনি। বাইলজে আছে, কোনো দল নির্ধারিত সময়ের পরে মাঠে গেলে ওয়াকওভার পাবে প্রতিপক্ষ। সূর্যতরুণের ক্ষেত্রে এ নিয়ম কার্যকর হয়েছে। ' সূর্যতরুণের কর্মকর্তা তানজিম আহমেদ সাদ জানান, তাদের সঙ্গে অবিচার হয়েছে, 'বাইলজের আছে কোনো দল ইচ্ছাকৃতভাবে মাঠে যেতে দেরি করলে প্রতিপক্ষ ওয়াকওভার পাবে।
কিন্তু ১২.২ ধারায় আছে যৌক্তিক কারণে মাঠে যেতে দেরি হলে তা ওয়াকওভার হবে না। ম্যাচ রেফারিও কিন্তু ওয়াকওভার লেখেননি। তারপরও জোর করে আমাদের এ শাস্তি দেওয়া হলো। ' ম্যাচ রেফারিকে জ্যামের বিষয়টি তিনি মোবাইলে অবহিত করেছিলেন বলেও জানান। মূল লেখা এখানে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।