রাজধানীর কলাবাগান থানায় করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছয় মাসের জামিন পেয়েছেন। আজ সোমবার বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ-সংক্রান্ত একটি আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন।
ফখরুলের আইনজীবীরা গতকাল তাঁর জামিনের আবেদনটি উপস্থাপন করেন।
আদালতে মির্জা ফখরুলের পক্ষে ছিলেন আইনজীবী মওদুদ আহমদ, মাহবুব উদ্দিন খোকন প্রমুখ। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মমতাজ উদ্দিন ফকির।
মাহবুব উদ্দিন খোকন পরে প্রথম আলো ডটকমকে বলেন, মির্জা ফখরুলের বিরুদ্ধে কলাবাগান থানায় করা মামলায় জামিন মঞ্জুর করেছেন আদালত। এ নিয়ে তাঁকে গ্রেপ্তার দেখানো ছয় মামলাতেই জামিন পেয়েছেন তিনি। যথাযথ আইনিপ্রক্রিয়া ছাড়া নতুন মামলায় তাঁকে গ্রেপ্তার না করার জন্য আদালতের নির্দেশনা আছে। এতে তাঁর কারামুক্তিতে আইনগত কোনো বাধা নেই।
গত ৩১ জানুয়ারি এই মামলায় মির্জা ফখরুলের জামিনের আবেদন খারিজ করেন নিম্নআদালত ।
জানা যায়, গত ৯ ডিসেম্বর ১৮ দলীয় জোটের রাজপথ অবরোধ কর্মসূচির দিন গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও পুলিশের কর্তব্যকাজে বাধা দেওয়ার অভিযোগে রাজধানীর বিভিন্ন থানায় ৩৭টি মামলা হয়। এসব মামলার মধ্যে গত ১৬ জানুয়ারি পর্যন্ত ছয়টিতে মির্জা ফখরুলকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। এর মধ্যে পল্টন ও শেরেবাংলা নগর থানার দুটি মামলায় ১০ ডিসেম্বর তাঁকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার করে পুলিশ।
এ দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর ফখরুলকে পরদিন মতিঝিল ও সূত্রাপুর থানার দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। সূত্রাপুর থানার মামলায় ১৫ জানুয়ারি মহানগর দায়রা জজ আদালত থেকে জামিন পান তিনি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।