প্রথম ম্যাচের মতো গতকাল দ্বিতীয়টিতেও খেলেননি সাকিব আল হাসান। কলাবাগান ক্রীড়া চক্রের কর্মকর্তারা অবশ্য আশা করছেন ১৮ সেপ্টেম্বরে পর মাঠে দেখা যাবে বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডারকে। না খেললেও গত দুদিন ধরে সাকিবকে নিয়ে উত্তাল বাংলাদেশের মিডিয়া। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাকিব। এরপরই মিডিয়ায় লেখালেখি হতে থাকে রাজনীতিতে নামছেন তিনি।
যদিও টুইটারে রাজনীতিতে অংশগ্রহণের বিষয়টি অস্বীকার করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক। রাজনীতিকে সম্পৃক্তের কথা অস্বীকার করলেও কলাবাগানের প্রথম দুই ম্যাচে অংশ নেননি বাঁ হাতি স্পিনিং অলরাউন্ডার আঙুলের ইনজুরিতে। প্রথম খেলায় তার অভাব অনুভূত হয়েছিল। গতকাল প্রাইম ব্যাংকের বিপক্ষে তাকে ছাড়াই ৮৬ রানের বড় ব্যবধানে জিতেছে কলাবাগান। ওয়ালটন প্রিমিয়ার বিভাগ ক্রিকেটে কলাবাগানের এটা প্রথম জয় এবং প্রাইম ব্যাংকের প্রথম হার।
দিনের অন্য খেলায় প্রথম জয় পেয়েছে চ্যাম্পিয়ন ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব। ৫ উইকেটে হারিয়েছে খেলাঘর সমাজকল্যাণ সমিতিকে। খেলাঘরের এটা টানা দ্বিতীয় হার।
নিজেদের প্রথম ম্যাচে বড় জয় পেয়েছিল প্রাইম ব্যাংক। হেরেছিল কলাবাগান।
গতকাল বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে অপেক্ষাকৃত সুবিধাজনক অবস্থানে থেকে খেলতে নামে প্রাইম ব্যাংক। কিন্তু ব্যাটসম্যানদের ব্যর্থতায় মাথা নিচু করেই ছাড়তে হয়েছে মাঠ। টস জিতে প্রথমে ব্যাট করে নাঈম ইসলামের সেঞ্চুুরিতে ২৫৪ রান করে কলাবাগান। প্রথম ম্যাচেও হাফ সেঞ্চুরি করেছিলেন নাঈম। গতকাল ম্যাচ জেতানো ১০৪ রানের ইনিংস খেলে ২০০ মার্কিন ডলার বোনাস পেয়েছেন ক্লাবের সাধারণ সম্পাদকের কাছ থেকে।
তিনি ১০৪ রান করেছেন ৯৫ বলে ১২ চারে। নাঈম ছাড়া আর কোনো বড় কোনো স্কোর নেই দলের ইনিংসে। আগের ম্যাচের মতো গতকালও ব্যর্থ হয়েছেন শ্রীলঙ্কার সাবেক টেস্ট ক্রিকেটার জেহান মুবারক। গতকাল অবশ্য খেলেছেন ডায়রিয়া নিয়ে। ব্যাট হাতে ব্যর্থ হলেও দুই ম্যাচে উইকেট নিয়েছেন ৮টি।
২৫৫ রানের টার্গেটে খেলতে নেমে প্রাইমের ইনিংস শেষ হয় ৪১.৪ ওভারে ১৬৮ রানে। দলের পক্ষে সর্বোচ্চ ৫০ রান করেন ভানুকা রাজাপাকশে। আগের ম্যাচে সেঞ্চুরি করেছিলেন এই শ্রীলঙ্কান।
ফতুল্লা স্টেডিয়ামে লো স্কোরিং ম্যাচে প্রথম জয় তুলে নিয়েছেন বর্তমান চ্যাম্পিয়নরা। টস জিতে ব্যাট করতে নেমে খেলাঘর ৫০ ওভারে ৭ উইকেটে ১১৮ রান করে।
ওভার প্রতি রান রেট ছিল মাত্র ২.৩৮! দলের পক্ষে কোনো হাফসেঞ্চুরি নেই। সর্বোচ্চ ২৯ রান করে অপরাজিত থাকেন মোসাদ্দেক ইফতেখার। ১১৯ রানের টার্গেটে খেলতে নেমে অধিনায়ক নাসির হোসেনের ৬৬ রানে ভর করে ১৬.৫ ওভার আগেই জয় তুলে নেয় মতিঝিল পাড়ার দলটি।
আজ রিজার্ভ ডে। আগামীকাল বিকেএসপি ৩ নম্বর মাঠে খেলবে শেখ জামাল ধানমন্ডি ক্লাব-সিসিএস, বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে আবাহনী-প্রাইম দোলেশ্বর এবং নারায়ণগঞ্জ ফতুল্লা স্টেডিয়ামে মোহামেডান-কলাবাগান ক্রিকেট একাডেমির ম্যাচ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।