রাজধানীর কলাবাগান থানার মূল ফটকে তালা দিয়ে রেখেছে পুলিশ। এমনকি থানাতে কোন সাংবাদিক প্রবেশ করতে পারবেনা বলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নিরাপত্তার অভাব ও হামলার আতঙ্কে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা যায়। ফলে সোমবার সকাল থেকেই আইনগত সহায়তা চাইতে আসা সাধারণ মানুষ ও বিভিন্ন তথ্য নিতে আসা সংবাদ কর্মীদেরও ভেতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে না।
রোববার রাতে কাঁঠালবাগান এলাকা থেকে দেড়শতাধিক ককটেল উদ্ধার ও কয়েকজনকে গ্রেপ্তারের পর থেকে থানায় এ অবস্থা বিরাজ করছে। রোববার রাতে ককটেল উদ্ধারের পর থানার অভ্যন্তরে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ককটেল উদ্ধারের ঘটনায় যাদের আটক করা হয়েছে তাদের সহকর্মীরা হামলা করতে পারে এ আতঙ্কে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবালের নির্দেশে মূল ফটক আটকে রাখা হয়েছে। ওসি সাহেবের নিদের্শ ছাড়া কাউকে ভেতরে ঢুকতে দেয়া নিষেধ রয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।