শখের রাজা ডি-এক্সিং *** এই পোস্টটি শুধুমাত্র রেডিও শোনার যাদের শখ, তাদের জন্য **** তিনমাস বিরতীর পর রেডিও তেহরান ইসলামী ইরান বাংলা বিভাগ ফেব্রুয়ারী কুইজের ঘোসনা দিয়েছে। প্রশ্নমালা : ১. গত ৪ ডিসেম্বর ইরানের সেনাবাহিনী একটি অত্যাধুনিক মার্কিন পাইলটবিহীন বিমান বা ড্রোন ভুপাতিত করে। ড্রোনটির নাম কি? ২. মুসলিম দেশগুলোর আন্তঃসংসদীয় ইউনিয়নের সম্মেলনে ইরানের পক্ষে কে ‘গাজা দিবস' পালনের প্রস্তাব করেন? ৩. নিউইয়র্ক পুলিশ সম্প্রতি একটি ইসলামী বিদ্বেষী ফিল্ম প্রচার করেছে। ফিল্মটির নাম কি ? ৪. বিশ্বের ধর্মীয় ঐতিহ্যের তালিকায় সম্প্রতি ইরানের ৫টি নিদর্শন অন্তর্ভূক্ত হয়েছে। নিদর্শনগুলো কি কি? ৫. ইরানি পরমাণু বিজ্ঞানী মোস্তফা আহমাদি রওশন কবে নিহত হন? ৬. মিশরের জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ফলাফলে মুসলিম ব্রাদারহুডের অঙ্গসংঠন ফ্রিডম অ্যান্ড জাস্টিস পার্টি শতকরা কত ভাগ আসন পেয়েছে ? ৭. ২০১০ সালের ১৬ ডিসেম্বর তিউনিশিয়ার এক যুবক পুলিশি নির্যাতনের প্রতিবাদে আত্মহত্যার পথ বেছে নেন। এরপর দেশটিতে সরকারবিরোধী প্রবল আন্দোলন গড়ে ওঠে। ওই যুবকের নাম কি? ৮. ফেব্রুয়ারি মাসের কত তারিখে ইরানের ইসলামী বিপ্লবের চূড়ান্ত বিজয় ঘটে? উত্তর পাঠানো যাবে ২০ ফেব্রুয়ারী ২০১২ পর্যন্ত। পাঠাতে হবে radio.tehran1983 [at] gmail.com ঠিকানায়। বিস্তারিত বেতার জগতরে আরও কুইজরে খবর জানতে visit করুন RoseDWLC তে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।