বর্তমানে এফএম রেডিও এর পাশাপাশি অনলাইন রেডিও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এফএম রেডিও এর মধ্যে রেডিও টুডে, রেডিও ফুর্তির আবার অনলাইনে শোনার ব্যবস্থা আছে। এসব অনলাইন রেডিও এর ওয়েব সাইটে গিয়ে সরাসরি রেডিও শোনা যায়। কিন্তু ওয়েব সাইটে না গিয়ে যদি একটি রেডিও প্লেয়ারেই এসব জনপ্রিয় সকল অনলাইন বাংলা রেডিও শোনা যেত তাহলে কেমন হতো। এমন একটি রেডিও প্লেয়ার হচ্ছে ‘পিওর জটিল অল বাংলা রেডিও প্লেয়ার’। এতে রেডিও গুনগুন, রেডিও টুডে (ঢাকা), রেডিও টুডে (চট্টগ্রাম), রেডিও ফুর্তি, রেডিও ঢাকা, রেডিও ২ফান, রেডিও মেট্রো, অনলাইন গান, রেডিও ইনফিনিটি, রেডিও আর্তনাদ, রেডিও বিজয়, রেডিও লেমন২৪, রেডিও আপন, রেডিও আড্ডা, জাপান রেডিও, বিবিসি ইত্যাদি শোনা যাবে। ভবিষ্যতে আরো রেডিও যুক্ত করা হবে এই প্লেয়ারে। সফটওয়্যারটি তৈরী করেছেন বাংলাদেশী যুবক মাহিন। ফ্রি এই রেডিও প্লেয়ারটি Click This Link থেকে ডাউনলোড করা যাবে।
বিস্তারিত আরো অনেক টিপস পেতে এখানে ক্লিক করুন......
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।