আমাদের কথা খুঁজে নিন

   

যে বইটি আজ বইমেলায় প্রকাশিত হওয়া কথা ছিল...

... আমার একটি বই প্রকাশের স্বপ্ন অনেক বছরের। নিজেও মাঝে মধ্যে দুই একটি বই প্রকাশের কাজ করেছি। কিন্তু নিজের আজন্ম লালিত স্বপ্ন আজও বাস্তবের মুখ দেখাতে পারিনি। বইটির প্রচ্ছদের ছাপার কাজ শেষ করা হয়েছ প্রায় ছয় বছর আগে। কম্পোজও একই সময়ে করা।

কিন্তু কেন জানি আজও আলো মূখ দেখতে পেল না। আমার কাব্যগ্রন্থ `প্রতিবেশী জানালায় রোদ'। এর প্রচ্ছদ ডিজাইন করেছেন আহমেদ শিপন। আটাশটি কবিতার কাব্যগ্রন্থটি গত কয়েক বছর যাবৎ পরিকল্পনা করি এ বছরের মেলায় বাকী কাজটুকু শেষ করে মেলার কোন পরিচিত স্টলে দেবো। বছর পার হয় কিন্তু আমার বই আর প্রকাশিত হয় না।

এ বছরও ভেবেছলাম কিন্তু ভাবনা আর সফল হলো না। এবছরও হয়তো আমার প্রতিবেশী জানালায় রোদ অপেক্ষায় থাকবে আগামি কোন বই মেলার। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.