ভালোলাগে ভেসে বেড়াতে অন্ধকারের ব্যক্তিগত ছায়ায়.....
বাবা অসুস্থ্য তাই মন খুব একটা ভালো না। কোন কিছুই করতে ইচ্ছে করছেনা। আমার প্রিয় মানুষটা হুট করেই অসুস্থ্য হয়ে বিছানায় পড়ে যাবে, এটা মানতে ইচ্ছে করছেনা। যখন বন্ধুরা কিংবা আত্মীয়রা ফোন করে তখন একটু ভালো লাগে।
আর এরই মধ্যে চলে যাচ্ছে অমর একুশে বইমেলা।
এই বইমেলা হচ্ছে আমরা বাংগালীদের প্রাণের মেলা। কত শত নতুন বই, কত শত লেখক। হুমায়ুন আহমেদ, জাফর ইকবাল, নির্মলেন্দু গুনদের পাশাপাশি নতুনদের সুদীপ্ত উপস্থিতি লেখক ভূবনে।
দূর্ভাগ্য আমার, এখনো যেতে পারিনি মেলায়। সংগ্রহ করতে পারিনি মনোচিত্তের খোরাক জোগানো নানান সব বই।
পড়তে পারিনি সাদাকালোর মিশেলে পাঞ্জাবী। আর দেখা হয়নি সোনামনিদের গালে আকা লাল সবুজের পতাকা কিংবা একুশ। তবে সময় পেলে
কিংবা মেলার পর হলে ও একটি বই পাওয়ার জন্য মন ব্যাকুল হয়ে থাকবে। সেটা হলো সাইদুজ্জামান রওশন ওরফে আমাদের প্রিয় দন্ত্যস রওশনের লেখা উপন্যাস 'আমার বন্ধুর বোন'। এই আগ্রহের পিছনে তার লেখা অসাধারণ সব অনুকাব্য।
সমাজ ও বাস্তব জীবনের কথাগুলো
এমন অসাধারণভাবে চার কিংবা ছয় লাইনের অনুকাব্যে প্রকাশ করেন যিনি তার একটি অপেক্ষাকৃত বড় রচনা অর্থাৎ উপন্যাসে আরো বেশি কিছু পাওয়ার আকাঙ্ক্ষা তো করতেই পারি।
যারা দন্ত্যস রওশনকে এমনিতে চিনতে পারছেন না, তাদের জন্য সহায়ক হতে পারে তার অনুকাব্য গুলিঃ
#
ছেলেটা বাদাম ছিলিত
মেয়েটা বাদাম গিলিত
বাদাম হইল শেষ
মেয়েটা নিরুদ্দেশ।
#
ব্রাজিলের আছে
একটা মাত্র পেলে
আমাদের আছে
হাজার ছেলেপেলে।
#
শাড়ি-পাঞ্জাবি পরে
রমনায় গিয়ে বসি
প্রতিবার বাঙালিত্ব
রিনিউ করে আসি।
#
ছেলে মশগুল
খেলছে দাবা
ওল্ড হোমে যায়
বৃদ্ধ বাবা।
#
একটি কাক মরলে
হাজার কাক ডাকে
পথের পাশে লাশ
শূন্য পড়ে থাকে।
তার সকল অনুকাব্য পাবেন এখানে....
ফেইসবুকে তার অনুকাব্যগুলো প্রতিদিন পাবেন এখানে..
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।