আমাদের কথা খুঁজে নিন

   

যে বইটি এখন পড়ছি -১ 'বিশ্বায়নের বৈপরীত্য' আনু মুহাম্মদ

একটি বৈষম্যহীন, শোষণহীন, অসাম্প্রদায়ীক ও ঐক্যবদ্ধ পৃথিবীর স্বপ্ন দেখি

অনেকদিন পর আবার বই পড়া শুরু করলাম। একসময় প্রচুর বই পড়া হত। তখন স্বপ্ন দেখতাম বড় হয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ব তখন অনেক বই পড়ব। বড় হয়ে এত এত সমস্যা তাই আর সব কাজ করা হলেও বই পড়াটা আর হয়ে ওঠে না। তবে এখন থেকে সিদ্ধান্ত নিয়েছি নিয়ম করে বই পড়ব।

যেহেতু ব্লগে আমার একটা একাউন্ট আছে, তাই ভাবলাম ব্লগের সবার সাথে শেয়ার করি। এখন থেকে যখন নতুন কোন বই পড়ব সেটা আপনাদের সাথে শেয়ার করব। বিশ্বায়নের বৈপরীত্য-আনু মুহাম্মদ প্রথম প্রকাশঃ ফেব্রুয়ারী ২০০৩ দ্বিতীয় প্রকাশঃ ফেব্রুয়ারী ২০১১ প্রচ্ছদ করেছেনঃ রবীন আহসান বইটি প্রকাশ করেছেঃ শ্রাবন প্রকাশনী, ১৩২, আজিজ সুপার মার্কেট মূল্যঃ ২৩০ টাকা। বইটিতে যে প্রবন্ধগুলো আছেঃ ১)পুঁজিবাদী বিশ্বায়নের ধারাবাহিকতা এবং বৈপরীত্য ২)মুক্তবাজার অর্থনীতিঃ নিরাকার শাসক ও মুক্ত মানুষের কথা ৩)বিশ্বব্যাংকের অর্থশাস্ত্রঃ সম্পদের প্রবৃ্দ্ধির প্রবঞ্চনা ৪)বিশ্বব্যাংকের এর সঙ্গে সংলাপ (এটি পূর্বোক্ত প্রবন্ধের ধারাবাহিকতায় লেখা) ৫)আফগানিস্তানঃ বিশ্ব সন্ত্রাসের 'নতুন' যাত্রা ৬)পিআরএসপিঃ দারিদ্র পুনরৎপাদনের কৌশলপত্র দ্বিতীয় সংস্করনের সংযোজনঃ ৭)বিশ্ব পুঁজির অস্থিরতা ৮)বিশ্ব পুঁজির উন্মাদনা ৯) বিশ্ব অর্থনীতিতে প্রথম ১০০টি দেশ ও কোম্পানী বইটি সম্পর্কে কিছু কথাঃ 'বিশ্বায়ন' শব্দ দিয়ে যে বিশ্ব প্রক্রিয়াকে সাধারণভাবে নির্দেশ করা হয় এই বইটিতে সেই প্রকিয়ারই গভীর বিশ্লেষন উপস্থিত করা হয়েছে। এই গ্রন্থে বিশ্বায়নকে দেখা হয়েছে ঐতিহাসিক ধারাবাহিকতায় এবং জটিল গ্রন্থির উন্মোচনের মধ্যে দিয়ে অনুসন্ধানের চেষ্টা করা হয়েছে এর গতি, এর বৈপরীত্য এবং বর্তমানের ভিতর মানুষের এই জগতের ভবিষ্যত সম্ভাবনা।

'বিশ্বায়ন' ও 'মুক্তবাজার অর্থনীতি' নিয়ে বিশ্লেষন এই গ্রন্থের গুরুত্বপূর্ণ দিক। এছারা আরো একটি গুরুত্বপূর্ণ দিক হল বিশ্বব্যাংকের বিভিন্ন কর্মকান্ডের বিশ্লেষন। বর্তমান বিশ্বে বিশ্বব্যাংকের কর্মতৎপড়তা বুঝতে এবং বিশেষ করে তৃ্তীয় বিশ্বে তাদের কাজকে বুঝতে এই বইটি অনেক সাহায্য করবেন। 'পিআরএসপি' বা 'দারিদ্র বিমোচন কৌশলপত্র' এখন উন্নয়ন গবেষকদের অনেক আগ্রহের একটা বিষয়। গ্রন্থটিতে এর ব্যাপার বিশদ আলোচনা আছে।

২০০৩ সালে যুক্তরাস্ট্রের আফগানিস্তানে আগ্রাসন এর একটি বিশ্লেষন আছে এই বইটিতে। এছারা ২০০৭ এর পর যুক্তরাস্ট্রসহ পুঁজিবাদী বিশ্বব্যাবস্থা্র কেন্দ্রীয় রাষ্ট্রগুলো যে ভয়াবহ অর্থনৈতিক ধ্বসের সম্মুখীন হয় তার একটা বিশ্লেষন দেয়া হয়েছে দ্বিতীয় সংস্করণের সংযোজিত অংশের প্রথম দু'টি প্রবন্ধে। লেখক পরিচিতিঃ আনু মুহাম্মদ অধ্যাপক অর্থনীতি বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। সদস্য সচিব, তেল-গ্যাস, বিদ্যুৎ-বন্দর ও খনিজ সম্পদ রক্ষা জাতীয় কমিটি। এছারাও বিভিন্ন রাজনৈতিক-সামাজিক আন্দোলনের কর্মী।

বিশ্ব অর্থনীতি নিয়ে ভাবছেন এমন সবার জন্যেই বইটি অবশ্যপাঠ্য।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.