আমাদের কথা খুঁজে নিন

   

ঝিঁ-ঝিঁ পোকার গান

জীবনের প্রত্যেক প্রবাহ অমৃত চায়। কবিতারা শীতের পাখীর মতো উড়ে আসেনা মগজের চাতালে, আতিপাতি করে কি কবিতার সুর পাওয়া যায় মরুর লু হাওয়ায়! যতোবার ভাবি তোমাকে ভুলে যাবো, সন্ধাতেই যাবো বিছানায়, স্বপ্ন দেখবো না আর- ঘুমের বড়ির তীব্রতায় অচেতন হয়ে রবো। তুমি ঘুরে ফিরে এসে স্বপ্নের আবির ছড়াও আমার চেতনায়, অজানিত এক পুলকের উত্তাল ঢেউ আছড়ে পড়ে বেলাভূমে; যেখানে রোপন করেছিলে চতুরতায় ভালোবাসা নামক বীজ, আজ তা মহীরূহ হয়ে কষ্টরে শিকড় বিসারিত হয় অণুক্ষন। তুমি আজ স্বপ্নের ধোঁয়াশা অণুজীব হয়ে হৃদয়ে অ-সুখ ছড়াও, আমি ক্রমশঃ নেতিয়ে পড়ি হৃদযন্ত্রের অস্থির যন্ত্রনায়; ভূত-বর্তমান-ভবিষ্যত ভুলে যাই, কষ্টের সমুদ্রে স্নাত হয়ে তুমি কি আমার মতোই এখন ঝিঁ-ঝিঁ পোকার গান শোন?  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।