আমাদের কথা খুঁজে নিন

   

ঝিঁঝিঁ পোকা, চলো বাড়ি যাই

অথচ বাঁচার মতন সুখ কোথাও কখনো আর ছিলনা...।

লেনাদেনা শেষ হলো ঝাঁপগুলো এখনি বন্ধ কন্ট্রোল রুমের কেউ আলোগুলো বন্ধ করে দেবে ঝিঁঝিঁ পোকা, চল বাড়ি যাই! বেচাকেনা শেষ হলো, এই যাত্রা ঘুমাবে নগর। নিস্তব্ধতা ভরে নাও ব্যাগে যদি পার ঝেড়ে ফেলো, ধুয়ে ফেলো গোলাপী কামড় বুকে পিঠে জমে থাকা তুমুল আঁচড়! এ দোকান রেশমের সূতো ফুঁ দিলেই ভেঙ্গে-উড়ে যায় যদি পারো বন্ধ রেখো অবাঞ্চিত প্রত্যাশার ডালা নিজেকে ভেবনা আর পিচ্ছিল চাঁদের বিচ্ছুরণ! আর নয়, বাড়ি যাই চলো-- নিস্প্রবাহ সঙ্গ নেবে নিক লোকালয় ভিন্ন গ্রহে আমাদের পরিত্যাজ্য শ্বেতী আলিঙ্গন আমাদের আছে শুধু অনাগ্রহী নীলকন্ঠ সঙ্গ পাওয়া দিন!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।