নরম থাবায় ধারালো নখের বিড়ালেরা বেরিয়ে পড়ছে রাস্তায়। এমন সময়, গঙ্গাফড়িং-ছেলেমেয়েরাই কেবল লোডসেডিং প্রার্থনা করে। তবু, তাদের মতো, কে আর এমন করে অতিকায় লাটিম দাবি করতে পারে?
চাইতে পারে-- জল-সিঙাড়া,
ফিলফিনা মিঠা পানিজাম!
সেইমতে প্রতিটি কামরাঙা গাছ একএকটা গল্পের ঝুড়ি।
গল্পে : বড়োরা সারকারামা দেখছে, সার্কাসের ক্লাউন ছুটছে সরু দড়ির উপর দিয়ে। ম্যাচবাক্স ঘরে জ্বলছে রুগ্ন-ধূপকাঠি।
আমাকে সোনারকাঠি-রুপার কাঠির গল্প শোনাতো রঙা পিসি। জোনাক নয়, তার পেট-খসানো বিধবা-রক্তে ভেসে যাচ্ছে পদ্মপুকুর।
পুরু। আস্তরের পর আস্তর।
গল্পের বাইরে: মৃত রক্তজবা--প্লাস্টিকের বাঁশঝাড়।
কাঁদছে দেবতার কষ্টি পাথর। ওরা অনাগত। নিত্য।
ওরা শিশু। ঝিঁঝিঁ।
ঝিঁঝিঁরাই জগতের প্রাচীনতম বিদ্রোহী।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।