কোন সিস্টেম সাম্যাবস্থায় থাকা কালে যদি এর কোন নিয়ামক পরিবর্তন করা হয় তাহলে সিস্টেমের অবস্থান এমনভাবে পরিবর্তত হবে যেন সেই নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয় জুম প্যাকেজ অন করে কানেক্ট করবার কিছুসময়ের মধ্যেই পিসি হ্যাং করবে অথবা জেনেরিক উইনডোস এরর ম্যাসেজ দিয়ে নেট ডিসকানেক্ট হয়ে যাবে। অপারেটিং যদি এক্সপি হয় তাহলে হয়ত রিস্টার্ট হবে। তবে ল্যাপটপ হলে ভয়ের কথা হল ডিভাইস ভেদে পুরো সিষ্টেমে ক্রাস করে আপনার ল্যাপটপের বারটা বাজিয়ে দিতে পারে। কাষ্টমার কেয়ারে ফোন করলে তারা ভাইরাসের ব্যাপারটি স্বীকার করছে না। বরং উইনডোসের সিষ্টেম রেজিস্টিতে যেয়ে বিভিন্ন ফাংশন অন অফ করতে বলছে ভাইরাস ডিএকটিভেট করার জন্য। কিন্তু এতে কম্পিউটারে আরো ক্ষতির সম্ভাবনা বেড়ে যাচ্ছে। যা কিনা জোড়াতালি দিয়ে আক্রান্ত ভাইরাস ডিএকটিভেট করার অপচেষ্টা মাত্র। যারা জুম মডেম ইউস করেন সাবধান।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।