আমি মিথ্যাকে, অন্যায়কে সহ্য করতে পারি না । তাই আমি স্পষ্টবাদী
কিছু দিন আগে আমার অফিসের স্যার বলেছিলেন যে ,ড্রেসিং করা করা মুরগীর খাওয়া ঠিক না । তিনি আমাকে যুক্তি দেখালেন যে, প্রথম যে মুরগীটা ড্রেসিং করা হয় সে টা পরিষ্কার পানি তে করা হয় কিন্ন্তু দ্বিতীয় তথা তার পরবর্তী যে মুরগী ড্রেসিং করা হয় সে গুলো ময়লা পানিতে করা হয় । তাই প্রথম ড্রেসিং বাদে সব মুরগী পাক ও পরিষ্কার হয় না তাই ড্রেসিং করা মুরগী না খাওয়ার যায়েয।
এর পর আমার পাড়ায় মসজিদে এক জুম্মায় ইমাম সাহেবও বয়ার করেন যে ,যদি মুরগীর নাড়িভুড়ি সহ ড্রেসিং করা হয় তবে সে মুরগী হারাম । আর যদি নাড়িভুড়ি ছাড়া প্রথম ড্রেসিং করা তবে যায়েয কিন্তু দ্বিতীয় তথা তার পরবর্তী যে সব নাড়িভুড়ি ছাড়াও ড্রেসিং করা হলেও সে গুলো যায়েয নয় । সুতরাং সেই মুরগীও হারাম ।
তাই আসুন আমরা সাবধান হই এবং সামান্য অসাবধানতার বশত হারাম না খাই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।