শাহরুক ভক্তরা শুনে একটু আঁতকে উঠলেও ঘটনা সত্য। সম্প্রতি একটি ছাগলের নাম রাখা হয়েছে ‘শাহরুখ’। শুধু তা-ই নয়, নামে নামে যমে টানে অবস্থা। সেই ছাগল ‘শাহরুখ’ এখন একটি ছবির প্রধান চরিত্রে অভিনয়ও করছে। জানাকি বিশ্বনাথন পরিচালিত ‘বাকরা’ ছবিতে এই শাহরুখকে দেখা যাবে।
ছবির কাহিনী হলো, বলিউড বাদশা শাহরুখ এক আট বছরের গ্রাম্য বালকের দেবতাতুল্য। শাহরুখের জন্য জীবন দিতেও রাজি সেই ছেলে।
গ্রামের গরীব সেই ছেলে অনেক কষ্টে মালিক হয় একটি ছাগলের। যার নাম ভালবেসে সে রাখে ‘শাহরুখ’। সেই ছোট্ট ছেলে এবং ছাগল ‘শাহরুখ’-কে নিয়েই পুরো ছবি।
সেই নায়ক ছাগলও আবার কম যায় না। পরিচালক বিশ্বনাথন জানান, এখন নাকি সেটে ‘শাহরুখ’ বলে ডাকলেই সঙ্গে সঙ্গে সাড়া দেয় ওই ছাগল এবং ছবিতে তার পারফর্মেন্সও খুব ভালো। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।