ড্রাইভার বাস চালাচ্ছে হটাৎ করে ড্রাইভার গাড়িটা একবার ডানে একবার বামে নিচ্ছে
তার পর হঠাৎ করে ড্রাইভার বাসটিকে একটি বেগুন ক্ষেতে গাড়িটিকে নিয়ে যায়।
ড্রাইভারকে সবাই জিগাসা করে ভাই আপনি কি পাগল হয়েছেন। ড্রাইভার বলল
আমি পাগল হইনাই। হঠাৎ করে গাড়ির সামনে একটা ছাগল আসে আমি গাড়ি ডানে
নিলে ছাগলটি ডানে যায়, আমি বামে নিলে বামে যায়। লোকেরা বলল তুমি ছাগলটির
উপর দিয়ে গাড়ি চালাতে। ড্রাইভার বলল আমি তো তাই করছিলাম লোকেরা বলল
তাহলে তুমি বেগুন ক্ষেতে আসলে কেন।ড্রাইভার বলল আমি যখন ছাগলে উপর উঠাইতে নিলাম তখনি ছাগলটি বেগুন ক্ষেতেচলে যাই।তাই আমিও গাড়িটি বেগুন ক্ষেতে নিয়ে যায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।