শামুক www.fb.com/shamuk.tk
ছাগলপ্রেমী ভাই ও বোনদের শুভেচ্ছা স্বাগতম! আপনাদের জন্য পেশ করা হলো বিভিন্ন গুনাবলী সম্পন্ন বেশ কয়েকটি ছাগল, পছন্দ অনুযায়ী ছাগল দেইখ্যা লন, বাইছ্যা লন! ফুরাইয়া গেলে পাইবেন না, পস্তাইবেন।
সাধারন ছাগলঃ সকল কিছুর স্বাদগ্রহনের জন্য সদা তৎপর।
মডেল ছাগলঃ এখানে ক্লোজ আপ টুথপেষ্টের মডেল হিসেবে পোজ দিয়েছেন।
ওস্তাদ ছাগাউদ্দিন খাঁনঃ রাগসংগীতে বিশেষ খেতাব অর্জনকারী। উচ্চাং-সংগীতের যে কোন জলসায় ইনি হতে পারেন আপনার প্রথম পছন্দ।
ছাগদুল বয়াতিঃ পল্লীগীতির আসরের জন্য ইনাকে চয়েস করতে পারেন।
ডাইলখোর ছাগলঃ দেলুয়ার ভাইয়ের সাথে খাতির করার জন্য ইনাকে বেবহার করতে পারেন।
ক্যাডার ছাগলঃ মিছিল মিটিং ভাংচুরের কাজে অপরিহার্য।
কৌতুহলী ছাগলঃ সকল কিছুতেই ওনার ব্যাপক কৌতুহল, সাবধানে ব্যাবহার করবেন।
অনুসন্ধানী ছাগলঃ অন্যের হাঁড়ির খবর সন্ধান করার জন্য ব্যাবহার করতে পারেন।
বিশ্বসুন্দরী ছাগলঃ আপনার সিনেমায় নায়িকা বানাইতে পারেন।
প্রেমিক ছাগলঃ ঠিক কি কাজে ব্যাবহার করবেন আন্দাজ করতে পারতেছি না।
মিশুক ছাগলঃ খুব সহজেই সবাইকে আপন করে নিতে পারে, তবে সাবধানে ব্যাবহার্য।
ধান্দাবাজ ছাগলঃ লাই দিলে আপনার ঘাড়ে পিঠে চড়ে বসবে, মাইরের উপর রাখতে হবে।
ধারিবাজ ছাগলঃ সাবধানে ব্যাবহার্য।
আধুনিক ছাগু
এইগুলি অতিশয় নেক ক্যাটাগরীর ছাগল, আপাততঃ পাওয়ার কোন চান্স নাই। তাহাদের কাঁঠাল পাতার পরিবর্তে ডিম্ব প্রদান করা হইতেছে। পরচুর ডিমের প্রয়োজন, স্টকে থাকলে আওয়াজ দিয়েন।
(সৌজন্যে: ছাগবান্ধব)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।