যে জন দিবসে মনের হরষে পোস্ট পড়িয়া দেয় না কমেন্টখানি... তাহার উপর জ্বলিল ভাইয়ের বদনজর পড়িবে লইও জানি... কয়েকদিন আগে ব্লগে শৃঙ্খলা ভঙ্গের দায়ে আমার একটা পোস্ট ডিলিট করা হয়েছিল , যাই হোক, এই শোঁক কাটিয়ে উঠতে শৃঙ্খলা বিশৃঙ্খলা নিয়ে পিএইচডি করা শুরু করলাম। রেজাল্টে যা পাইলাম তা হইল, বিশৃঙ্খলা আছে বলেই পৃথিবী এতো সুন্দর। নিচে কিছু ছবি দিলাম, একমত হইলে বইলেন। ১. গাছের পাতাঃ ২. খাবার দাবারঃ ৩. ফ্রুট সালাদঃ ৪. গাড়িঃ [বর্ণ বৈষম্য মানি না] ৫. পিকনিক তেবিলঃ [বাপরে, পিকনিক? নাকি, পিটির লাইন] ৬. চাইনিজ ভাসাঃ [এইবার একটু সহজ লাগতেসে] ৭. সবই হইল এইবার ইউনিভারসঃ [অনেক ঘুরাঘুরি করস, এইবার লাইনে আসো] ছবি সংগ্রহঃ বরাবরের মত নেট মামা... ***** আমার দুক্ষের সর্বশেষ আপডেটঃ আমার এই পোস্টটাও প্রথম পাতায় দেখান হয়নি...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।