আমাদের কথা খুঁজে নিন

   

শহীদ মিনারে শিবিরের থাবা

রংপুর কারমাইকেল কলেজের শহীদ মিনারের নির্মাণাধীন সীমানাপ্রাচীরের ভিত্তি রাতের আঁধারে ভেঙে ফেলা হয়েছে। ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা এটি ভেঙেছে বলে জানা গেছে। শিবিরের কলেজ শাখার সভাপতি কয়েক দিন ধরে ওই কাজ শুরু না করার জন্য মোবাইল ফোনে হুমকি দিচ্ছিলেন বলে জানিয়েছেন কলেজ অধ্যক্ষ ড. দীপকেন্দ্র নাথ দাস। তার পরও কাজ শুরু করায় শনিবার রাতে তারা এ ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় অধ্যক্ষ শিবির সভাপতি রাজিবুর রহমান পলাশ এবং অজ্ঞাতপরিচয় আরো ২০-২২ জনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেছেন।

এ ঘটনার প্রতিবাদে ছাত্রলীগ ক্যাম্পাসে মিছিল করে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে। কলেজ অধ্যক্ষ জানান, দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শহীদ মিনারগুলোর যথাযথ সংরক্ষণ ও সৌন্দর্য বর্ধনে প্রতিষ্ঠানপ্রধানদের প্রতি সরকারিভাবে এক নির্দেশনা জারি করা হয়। এরই পরিপ্রেক্ষিতে কলেজ কর্তৃপক্ষ একমাত্র ইসলামী ছাত্রশিবির ছাড়া সব ছাত্র সংগঠনের মতামত নিয়ে একটি রেজুলেশন করে। পরে কলেজের একাডেমিক কাউন্সিল সভা করে শহীদ মিনারের চতুর্দিকে সৌন্দর্য বর্ধনের জন্য একটি নকশা অনুমোদন করে শনিবার কাজ শুরু করা হয়। প্রায় ৬২০ মিটার সীমানাপ্রাচীরের মধ্যে শনিবার পশ্চিম দিকের মাত্র ২২০ মিটার নির্মাণাধীন সীমানার ভিত্তি দেওয়া হয়।

এ দিন রাতে তারা সেটির পুরোটাই ভেঙে ফেলে। অধ্যক্ষ জানান, শহীদ মিনারের পাশেই লিচুতলায় রয়েছে শিবিরের নিজস্ব টেন্ট। এই সৌন্দর্য বর্ধনের সীমানা দেওয়া হলে তাদের সেই টেন্ট আর সেখানে রাখা সম্ভব হবে না বলে তারা অনেক দিন থেকে ওই কাজ না করার জন্য অধ্যক্ষকে হুমকি দিয়ে আসছিল। এ ব্যাপারে শিবিরের কোনো নেতা-কর্মীকে না পাওয়ায় তাদের মতামত নেওয়া সম্ভব হয়নি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.