জানি কম বুঝি কম আওয়াজ দেই বেশি যাতে অন্য লোকে না বুঝে আমি জানি বুঝি কম।
এ কার বনভূমি আমি জানি
এই পাশের গাঁয়েই হয়তো তার বাড়ি;
সে আমায় এথা থামতে দেখেনি
পাতায় বৃষ্টির ফোটা ঝরতে দেখেনি ।
ছোট্ট বাছুর ভাবে আমায় পাগল
আশেপাশে দেখনি সে ধানের গোল ।
তবু হেটেচলি কালের অন্ধতম সন্ধ্যায়
রেখে একপাশে অরণ্য অন্যপাশে জল ।
নীরবতা ভাঙ্গে বাছুরের জিজ্ঞাসা শুনে
ভুল করে আমি কেন দাঁড়িয়ে এখানে ।
তবু তার সাজ ঘণ্টার জিজ্ঞাসা ছাপিয়ে
দাড়িয়ে ভিজতে থাকি মৃদু বৃষ্টির ছাটে ।
দুধারে তরুর সারি , গহীন অন্ধকার
কিন্তু ভেবে শুধু নিজের কথার ভার
হারাবার আগে পারি দেব দূরপারাবার
হারাবার আগে পারি দেব দূরপারাবার
মুল কবিতা :
STOPPING BY WOODS IN A SNOWY EVENING
Whose woods this are I think I know
His house is in the village though;
He will not see me stopping here
To watch his woods fill up with snow.
My little horse must think it queer
To stop without a farmhouse near.
Between the woods and frozen lake
The darkest evening of the year.
He gives his harness bell a shake
To ask if there is some mistake.
The only other sounds the sweep
Of easy wind and downy flake.
The woods are lovely, dark and deep
But I have promises to keep
And miles to go before I sleep
And miles to go before I sleep.
গতকাল রাতে আমার এক ছোট বোন অন্তরা আলী শেষ চারটা লাইন status হিসেবে দিয়েছিল । সেখান থেকে এ কবিতা উদ্ধার করে অনুবাদ করা হয়েছে। তকে ধন্যবাদ
আর কবিতা দুজন কে দিয়ে দিলাম সেই দুজন যাদের কবিতা আমার ভাল লাগে । একজন আমার BOSS শায়মা আপু অন্যজন মাহাফুজা আপুনি থুরি মাহীফ্লোরা আপুনি ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।