আমাদের কথা খুঁজে নিন

   

আমি নিজেও বাঙালি.....

To love what you do or to do what you love is the question to be answered! দুইদিন আগে বাস এ উঠেছিলাম, মিরপুরের দিকে যাব বলে। যে সার্ভিস টা তে উঠলাম, অনেকদিন ওদের বাস এ যাওয়া হয় না। স্বাভাবিক ভাবেই ভাড়ার পরিবর্তন ঘটলেও অনেকদিন ধরে না যাওয়া তে যা হল আমার অনুমান কে তা ছাড়িয়ে গেল। এবং তা হতেই পারে, আমাদের দেশে এখন আর বোধকরি আমার মত মানুষের অনুমান কাজে লাগবে না। যাকগে, আসল কথায় আসি।

ভাড়ার পরিমান টা আমার কাছে বেশি মনে হওয়াতে আমি পাশের এক যাত্রীর সাথেই এই বিষয়ে কথা বলছিলাম। যখন আমার কাছে ভাড়া চাইল, আমি ঐ কন্ডাকটর কে প্রশ্ন করলাম, কবে থেকে এই নতুন পরিমান নির্ধারিত হয়েছে? সে আমাকে জানাল, গত বছরের মে মাস থেকেই। আমি ও উজবুক এর মত তাকে বলে বসলাম তাদের কাছে ভাড়া বাড়ানোর কোনও নোটিস আছে কিনা? সে আমাকে বলে দিল, অনেক দিন আগেই ভাড়া বেড়েছে, তার নোটিস এখন আর তাদের কাছে নেই, আবার যদি ভাড়া বাড়ে, তাহলে আবার নাকি নতুন নোটিস আসবে। আমি আরও বলতে চাইলাম, নোটিস তো সবার জন্যে বাস এ রাখার কথা, তখন ই একজন বৃদ্ধ গোছের লোক, কন্ডাকটর এর সাফাই গাইতে থাকল, আর বলতে থাকল, এখন নাকি এই রকম ই চলছে তাদের সার্ভিস এ। আমি তখন আর কথা বাড়ালাম না।

তখন ই আমার মাথায় এলো, এই যে যিনি এই সাফাই টা গাইলেন, তিনি যখন বাস এ উঠবেন, তার পকেট থেকেও কিন্তু আমি বা আমরা যে বেশি টাকাটা দিলাম, সেটাই দিতে হবে। এই ঘটনার পরে এটাই বলা যায়, এই দেশে মানুষ শুধু পাগল ই না, তার ও অধম। কারণ পাগল ও তার নিজের ভালো বোঝে। আর সবচেয়ে বড় কথা আমি আপনি সবাই মনে হয় এই কাতারে ই পড়ে গেলাম( আমার নিজেরটা আমি নিশ্চিতভাবেই বলতে পারছি, আপনাদেরটা আপনারা ই নাহয় ঠিক করে নেবেন) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.