আমাদের কথা খুঁজে নিন

   

নাকি এর কোনো বিশেষ মনসামাজিক কারণ আছে....??

কমিউনিস্ট বিডি'র আর সব লেখার জন্য http://communistbd.wordpress.com আজ লোকজন বেস আগ্রহ নিয়ে খবর পড়ল , খবর শুনল , খবর দেখল । মিডিয়া একটা ব্যস্ত দিন কাটাল । একটা বিষয় মনে হলো আমার কাছে , হয়তো সেটা সঠিক নয় , হয়তো ঠিক , মনেহলো এই দাঙ্গা-হাঙ্গামার খবরে মানুষ খুব একটা বিরক্ত নয় । যদিওবা দু'একজনের মাঝে বিরক্তি আছে তবুও সেটা শংকার পর্যায়ে নয় । যেনোবা , এমনটা হতেই পারে - এমনটা হয়েই থাকে। বিষয়টা খুবই সাধারণ , স্বাভাবিক; হয়তো... কিন্তু , আমার কেনজানি খটকা লাগছে , মানে একটু খচ-খচ করছে , ঠিক যেনো খাপে বসছে না । ঘন কোনো রাজনৈতিক বিশ্লেষণে যাওয়ার কথা আমি বলছি না । না গেলাম পার্টি-পার্টি খেলায় । কিন্তু , তারপর , একটা স্বাভাবিক পরিবেশে আর সকলের জীবনযাত্রার মাঝখানে দুটো পক্ষ উপযুক্ত কারণ ছাড়াই আর সকলকে ব্যাতিব্যস্ত করে তুলছে ; আর, এই ঘটনার যখন ক্রম পুনরাবৃত্তি ঘটছে তখন কপাল কুঞ্চনটা একটু গাঢ় হওয়ার কথা নয়কি ? নাকি এর কোনো বিশেষ মনসামাজিক কারণ আছে....??

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.