প্রদীপ হালদার,জাতিস্মর। পৃথিবীতে সবচাইতে ভালো কে ? মানুষ নাকি অন্য প্রাণী নাকি গাছপালা ? এই প্রশ্ন সকলকে করলে সকলে একই উত্তর দেবে না। আমরা তাকেই ভালো বলি যে কাউকে দুঃখ দেয় না। মানুষ মানুষকে দুঃখ দেয়। তাই আমরা মানুষ হয়েও মানুষকে ভালোবাসি না।
অন্য প্রাণীকে ভালোবাসলেও অনেক সময় সেই সব প্রাণীও মানুষকে দুঃখ দিয়ে থাকে। তাই মানুষ গাছপালাকে ভালোবাসতে চায়। গাছপালা মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করতে জানে না।
যারা কথা বলে তারাই মানুষের ক্ষতি করে। তাই কি ? যারা আওয়াজ দিতে জানে তারাও মানুষের ক্ষতি করে।
যারা কথা বলতে পারে না কিংবা আওয়াজ দিতে জানে না তারাই মানুষের উপকারে আসে।
তাই মানুষ নয়, নয় কোন প্রাণী , মানুষকে ভালোবাসে গাছপালা। আর আমরা ভুল করে গাছের ক্ষতি করি। কিন্তু গাছও মাঝে মাঝে মানুষের ক্ষতি করে। আমরা জানি আম খেতে মিষ্টি লাগে।
কিন্তু কামড় দিতেই জানলাম আমটি ভীষণ টক। তখন আমটার প্রতি রাগ হয়।
তাই বাধ্য হয়ে ঈশ্বরের কথা ভাবি। এই ভাবনার মধ্যে কোন দুঃখ নেই। ঈশ্বর নেই তাই সে আমাদের দুঃখ দেয় না।
মাছ আমাদের দুঃখ দেয় না মনে করি। কিন্তু মাছের কাঁটা গলায় ফুটলে দুঃখ পাই।
তাহলে ভালো কে ? ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।