আমাদের কথা খুঁজে নিন

   

জুতো ছুড়ে মেরেছিল আমাকে

পথের সন্দানে নিরন্তন পথ চলা জুনিয়র সহকর্মী দু ঘণ্টা পর অফিসে এলো । বাচাল লিপি বলল, কি ব্যাপার এমু ভাই, ঘুম দেরিতে ভেঙ্গেছে নাকি ? না আজ বিবির মন ভাল নেই, খুব রাগ । সাত সকালে জুতো ছুড়ে মেরেছিল আমাকে । মুখে লেগেছিল । তবে এক পাটি জুতা জানলা দিয়ে বাইরে পড়ে হারিয়ে গেল।

তাই একটা বিহিত করে আসতে দেরী হলো । মানে ! ভাবিকে পিটিয়েছেন নাকি । কি মনে হয়,আমি এত ছোটলোক নাকি ? তাহলে ? বাড়ী পাঠিয়ে দিছেন ? ওহ তাও না । বিবির রাগ কমাচ্ছিলাম । রাগ কমাচ্ছিলেন ।

মানে বুঝলাম না ? আমরা তখন সবাই অবাক হয়ে এমুর দিকে চেয়েছিলাম । তার মুখে কোন ভাবান্তর দেখলাম না । এমু আবার শুরু করল: বঊকে অনেক মিষ্টি মিষ্টি কথা বললাম, তারপর ওই জুতা এক জোড়া কিনে দেবো প্রতিশ্রুতি দিলাম । প্রমিজ করলাম আজই কিনে দেবো । বউ এর মন ভাল হলো, একটু সুন্দর হাসি দিলো ।

আমি ও খুব খুশি হয়ে চলে এলাম । হু : তামাশা । বঊ জুতো মারলো, আর বীর পুরুয় খুশি হয়ে দু ঘণ্টা পর অফিসে এলো , লিপির মুখ ঝামটা । অনেকে মনে করল গল্প কথা । তার পর যে যার কাজে মন দিলো ।

দুপুরে লাঞ্চ শেযে এমু সাহেব একটা প্যাকেট নিয়ে এলেন । প্যাকেটেকি এমু সাহেব ? সেই জুতা জোড়া । কে একজন আগ্রহ করে বলল দেখি । সবাই আগ্রহ নি য়ে দেখছে । ছো্ট্ একটা প্যাকেট ।

............... ............... --------------- ------------------ পাওয়া গেল, বাচ্চাদের ছোট্ট গরম কাপড়ের জুতা । কি ব্যাপার । ব্যাপার হচ্ছে, বাচ্চটার ঠান্ডা লেগেছে । সকালে বউ নাস্ত্ করতে গেছে । আমাকে বলে গেছে বাচ্চটাকে দেখে রাখতে ।

আমি বাচ্চটার মাথায় টুপি, পায়ে জুতো না দিয়ে পত্রিকা পড়ছিলাম । তারপর যা হবার । এটা দেখে মায়ের মাথা গরম । জুতো ছুড়ে দিতে গিয়ে একটা আমার মুখে, আরেকটা বাইরে । বাচ্চাটার জ্বর কদিন থেকে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।