আমাদের কথা খুঁজে নিন

   

বিসমিল্লাহ সম্বলিত সংবিধান ডাষ্টবিনে ছুড়ে ফেলার ঘোষণা কি র্ধমীয় অবমাননা নয়?

لا إله إلا الله محمد رسول الله র্ধমীয় বিষয় নিয়ে কটুউক্তি, কুরুচি মন্তব্যকারীদের ঘৃণা ও তাদের দৃষ্টান্ত মুলক শাস্তি চায়। আজ যারা নাস্তিকদের বিরুদ্বে প্রতিবাদ করতেছে তাদের এই প্রতিবাদকে স্বাগত জানাচ্ছি। তাদের প্রতি সম্মান জানিয়ে কিছু প্রশ্ন । ১) আমার দেশ পত্রিকায় যে ভাবে মানুষেকে জোর করে নাস্তিক বানানো হচ্ছে তা কি সঠিক হচ্ছে ও র্ধমীয় ভাবে তা কতটুকু যায়েজ হচ্ছে? এক জন মানুষ র্ধমের বিরুদ্বে কতটুকু অপরাধ করলে তাকে নাস্তিক বলা যেতে পারে? ২) আমাদের দেশের প্রায় মোট জনসংখ্যার প্রায় ৯০% মুসলমান। শাহবাগের প্রজন্ম চত্ত্বর অন্দোলনে যারা গিয়েছিল তারাতো এই দেশেরেই মানুষ তারা মুসলমান, তাদের গণহারে খালেদা জিয়া সবাইকে যে ভাবে নাস্তিক বলেছেন এটা ইসলাম র্ধম মতে কতটুকু যায়েজ হয়েছে? ৩) ব্লগারদের যেভাবে নাস্তিক বলা হচ্ছে তা কতটুকু সঠিক হচ্ছে? ৪) প্রায় প্রতিদিন প্রচুর পোষ্ট দেখা যায় ব্লগে ইসলাম, র্ধম, হাদিস, নিয়ে, তাহলে যারা র্ধমীয় বিষয়ে পোষ্ট দেন তাদের কে সহ গণহারে নাস্তিক বলা কি ঠিক হয়েছে? ৫) প্রায় সব ব্লগে বি,এন,পি, জামাত শিবির সমর্তকরা রয়েছে, খালেদা জিয়ার মন্তব্য অনুসারে তারাসহ নাস্তিক তালিকায় অর্ন্তভুক্ত নয় কি? ৬) বি,এন,পি, জামাত শিবির , ইসলামী ঐক্যজোট সহ আমাদের সংবিধানের শুরুতে বিসমিল্লাহ বসানো নিয়ে কত বির্তক করেছে, কিন্তু সেই বি,এন,পি নেত্রী পরবর্তীতে সেই বিসমিল্লাহ সম্বিলিত সংবিধানকে ডাষ্টবিনে ছুড়ে ফেলার ঘোষণা দিয়েছে, অথচ পবিত্র কোরআনের শুরুতে বিসমিল্লাহ রয়েছে। তাহলে সংবিধান ডাষ্টবিনে ছুড়ে ফেলার ঘোষণা কোরআনের অবমান নয় কি? ৭) খালেদা জিয়া বলেছিল ”আওয়ামীলীগ ক্ষমতায় গেলে মসজিদে আযানের পরিবর্তে উলু ধ্বনী শোনা যাবে” এটা কি র্ধম অবমাননা নয়? ৮) মাত্র কয়েক দিন আগে এক বক্তেব্যে খালেদা জিয়া বলেন ” এখন নাকি দাড়ী টুপি ওয়ালা লোক দেখলে তাদের উপর নির্যাত করা হচ্ছে। এই ভাবে কোন রকম প্রমাণ ছাড়া র্ধমীয় পবিত্র জিনিস নিয়ে ইচ্ছ মত মন্তব্য করা কি র্ধমীয় অবমাননা নয়? ৯) জামাত শিবিরে নেতা ও রাজাকারের তালিকা ভুক্ত অন্যতম সদস্য মতিউর রহমান বলেছিল আওয়ামীলীগ ক্ষমতায় গেলে মানুষ টুপি মাথায় হাটতে পারবে না। এই ভাবে ধমীয় বিষয় নিয়ে খালেদা জিয়ার মত কোন রকম প্রমাণ ছাড়া র্ধমীয় পবিত্র জিনিস নিয়ে ইচ্ছ মত মন্তব্য করা কি র্ধমীয় অবমাননা নয়? ১০) হরতালের নামে জামাত শিবির ও বি,এন,পি যে ভাবে সন্ত্রাসী , লুটপাট, ভাংচুর আগুন, মানুষ হত্যা , পুলিশের উপর আক্রমণ, হিন্দুদের উপর আক্রমণ এগুলো কি র্ধমীয় অবমাননা নয় কি? ১১) শাহবাগের প্রজন্ম চত্ত্বর আন্দোলন শুরু হবার আগে এই নাস্তিক বিরুধী আন্দোল কোথায় ছিল? ১২) বাইতুল মোকারম মসজিদে দেখেছি কিছু লোক মসজিদের ভিতর হতে পুলিশকে লক্ষ করে বোমা ও ককটেল নিক্ষপ করতেছে, এটা কি মসজিদের পবিত্রতা ও মসজিদের অবমানা নয় ? উপসংহারে বলবো আপনাদের এই অন্দোলন যেন সক্তি সত্তি ইসলামরে জন্য ও ইসলামে সম্মান রক্ষা জন্য হয়, যদি বিন্দুমাত্র কোন রকম রাজনৈতিক হাতিয়ার হিসাবে ও রাজনৈতিক ফায়দা আদায়ের আপচেষ্ট হয় , বা দেশের একটি বৈধ নির্বাচিত সরকারের বিরুদ্বে ষড়যন্ত্র মুলক কোন অপচেষ্ট করা হয়। তাদেরে মনে রাখা উচিত এই সমস্ত ভন্ডামী করে এই ইহ জীবণে রাজনৈতিক ফায়দা আদায় করতে পারলেও ইহকালে এই পাপের শাস্তি অবশ্যেই ভোগ করতে হবে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.