আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশী হ্যাকারদের কবলে অর্ধশত ভারতীয় ওয়েবসাইট!

হে মহাজীবন, আর এ কাব্য নয় এবার কঠিন কঠোর গদ্য আনো, পদ-লালিত্য-ঝঙ্কার মুছে যাক গদ্যের কড়া হাতুড়িকে আজ হানো বাংলাদেশী হ্যাকার গ্রুপ ‘বাংলাদেশ ব্ল্যাকহ্যাট হ্যাকার’-এর কবলে পড়েছে প্রায় অর্ধশত ভারতীয় ওয়েবসাইট। এর মধ্যে ভারত সরকারের একটি গুরুত্বপূর্ণ ওয়েবসাইটও রয়েছে। ব্যক্তিগত বা বাণিজ্যিক প্রতিষ্ঠানের ওয়েবসাইটও রয়েছে হ্যাকিংয়ের কবলে পড়া ওয়েবসাইটগুলোর তালিকায়। গত ২৫ থেকে ২৮ জানুয়ারির মধ্যে ব্ল্যাকহ্যাট হ্যাকার সদস্যরা ওয়েবসাইটগুলোর নিরাপত্তা ভেঙ্গে হোমপেজের কনটেন্ট পরিবর্তন করে ফেলে। অধিকাংশ সাইটের হোমপেজ পরিবর্তন করে সেখানে লেখা হয়েছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক বাংলাদেশী হত্যার প্রতিবাদে সাইটগুলো হ্যাক করা হলো।

কয়েকটি সাইটে বিএসএফ-র হত্যাকাণ্ডের শিকার কিশোরী ফেলানি’র ঝুলন্ত লাশের ছবিও যুক্ত করে দেয়া হয়েছে। ভারতীয় হাইওয়ে পুলিশের ওয়েবসাইটের"এবাউট আস" পেজে ফেলানীর ছবি যুক্ত করে সেখানে লেখা হয়েছে, "সীমান্তরক্ষী বাহিনী কর্তৃক ১৫ বছরের কিশোরী ফেলানী হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এটি আমরা কখনো ভুলবো না, কখনো ক্ষমা করবো না এবং তাদেরকে ছেড়ে দিবো না। সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ কর অথবা আমরা তোমাদের সাইবার স্পেস ধ্বংস করে দিবো। কোথায় তোমাদের মানবিকতা, কোথায়? এটি বিএসএফ’র জন্য খুব লজ্জাজনক।

" ভারতীয় হাইওয়ে পুলিশের ওয়েবসাইট ছাড়াও ইন্টারঅ্যাডস ইন্ডিয়া.কম , এসভাই.কম , ব্রিটিশস্কুল.কো.ইন , ইন্ডিয়া স্কোয়াশ.কম , এসএসএস-কলেজ.কম , সেলভিয়াঅ্যাকাডেমি.অর্গ ,কোপান-পেইজ.কো.ইন , ভিভাগ্রুপইন্ডিয়া.কম এবং ডিসিহলিডেইজ.ইন সহ প্রায় অর্ধশত ওয়েবসাইট একই হ্যাকার গ্রুপের দখলে রয়েছে। তবে বেশকিছু ওয়েবসাইট ইতিমধ্যে হ্যাকারদের কবল থেকে উদ্ধারও করে ফেলেছেন সংশ্লিষ্টরা এখান থেকে পাইছি ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.