আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বের 10 টি গভীর গুহা।

মানব ইতিহাসে গুহার একটি বড় ভূমিকা আছে। আমাদের পূর্ব পুরষরা এইসব গুহায় একসময় বসবাস করতো। তারা সেই সময় ঝড় বৃস্টি রৌদ্রের তাপ তূষার পাত এবং বন্য প্রানীদের কবল থেকে নিজেদের সূরক্ষার জন্য এই সমস্ত গুহায় বসবাস করতো। সারা পৃথিবীতে বিভিন্ন রকমের অসংখ্য গুহা ছড়িয়ে আছে। এর মধ্যে কিছু অনেক গভীর কিছু আছে খুব সরূ,আর এইসব গুহা নিয়ে বিভিন্ন গল্পকাহিনী ও ছড়িয়ে আছে,এবং তার বেশীর ভাগই ভূত প্রেত নিয়ে।

এই সব গুহা গুলোর বিভিন্ন শ্রেনী বিভাগ আছে,যেমন-কিছু গুহা বিপদজনক,কিছু গুহা পর্যটকদের ঘুড়ে বেড়ানোর জন্য আদর্শ,কিছু গুহা ব্যানিজ্যিক,কিছু গুহা আছে যা অনেক গভীর। কিছু মানুষ আছে যারা সবসময় নতুন কিছু আবিস্কার করতে চায় এবং তারা এর পিছনে অনেক সময় ব্যায় করেন। এবং তারা কখনো কখনো এমন কিছু খুজে পায় বেশ রোমান্চকর। তারা এইসব গুহার ভিতর থেকে মূল্যবান সামগ্রী খূজে পান যার থেকে আমাদের পূর্বপূরুষদের জীবনযাত্রা সর্ম্পকে অনেককিছু জানতে পারি। আসুন বিশ্বের 10 টি গুহা সর্ম্পকে জানি।

1.করুবেরা ভরেন্জা গুহা (Krubera-Voronja Cave):এটি পৃথবীর গভীরতম গুহার একটি। এটি আবিস্কার করেন ড.কূরুবেড়া-ভরেন্জা এবং এই গুহাটির নামকরন করা হয়েছে তার নামেই। এটি জর্জিয়ার আরাবিকা পর্বত মালার কাছে অবস্হিত। পেশাদার গুহা গবেষক দল এর গভীরতা মেপে দেখেছেন যে এর গভীরতা হল 2191 মিটার (7188 feet)। 2.ইলূজিয়া-শেনযানাজা-মেজহননোগো (Illuzia-Snezhnaja-Mezhonnogo):এটি একটি ডাবল সাইজের গুহা দুটো গুহা পাশাপাশি,এর জন্য এটি বিশ্বের দ্বিতীয় গভীরতম গুহা এবং সবচেয়ে বিপদজনকও।

এর গভীরতা মাপা হয়েছে 1.753 মিটার (5751 ফুট).কিন্ত এর প্রকৃত গভীরতা আরো বেশী। এটি বিশ্বের এক নাম্বার গভীর গুহার চেয়ে ও দুই গুন বেশী লম্বা। এটি বেশ বিপদজনক বিধায় এর ভিতরে কাজ করা বেশ কঠিন। এটি ও কূরুবেরা গুহার পাশেই এটি অবস্হিত। 3.গূফড়ে মিরাল্ডা (Gouffre Mirolda):এটি ফ্রান্সে অবস্হিত।

এটি বেশ বিপদজনক গুহা কারন এটি উল্লম্বভাবে অবস্হিত। এটি বেশ কয়েক বছর বিশ্বের এক নাম্বার গভীরতম গুহা হিসাবে রেকর্ড ধরে রাখে। এই গুহার গভীরতা 1733 Meters (5685 Feet).এই গুহাটির অন্য আর একটি অংশ খুজে পাওয়া গিয়েছে এটি প্রথমটির চেয়ে এক কিঃমিঃ বেশী লম্বা। 4.ভোগেল স্যাচেট এবং ল্যাম্পরিস্‌টসফেন (Vogelshacht and Lamprechtsofen):এটি অস্ট্রিয়ার সূলর্জবার্গের নিকটে অবস্হিত। এটি বিশ্বের বিখ্যাত একটি গুহা কারন গুহাটি প্রাকৃতিক ভাবেই খুব সূন্দর।

এর গভীরতা 1632 Meters (5354 feet)। এর মধ্যে ল্যাম্পরিসট্‌সফেন হলো চূনা পাথরের গুহা এর ভিতর প্রবাহমান পানির স্রোত আছে। 5.রেসূয়া জেন বার্নাড (Reseau Jean Bernard):এটি ফ্রান্সে অবস্হিত। এটি বিশ্বের 5 নাম্বার গভীর গুহা,এই গুহায় ঢোকার আটটি প্রবেশ মুখ আছে। এর গভীরতা 1602 Meters (5256 Feet).।

6.টোরকা ডেল ক্যারো ডেল কূভন (Torca del Cerro del Cuevon):এখানে দুটি গুহা মিলে একটি গুহা গঠন করেছে। এটি স্পেনের উওর উপকূলে অবস্হিত। এটি খুবই ঝূকিপূর্ন পেশাদার গুহা আরোহনকারীদের কাছে এই গুহার ভিতর দড়ি ধরে ঝুলে নামা এবং আবার উপরে উঠা। আরোহনকারিদের এই গুহার নীচে নামতে তিন দিন লেগেছিল। এর গভীরতা 1589 meters (5213 Feet). 7.সার্মা (Sarma):এটি ককেশাস সীমানার কাছে জর্জিয়ায় অবস্হিত।

এটি গভীরতম গুহার অন্যতম কারন এর ভীতর দিয়ে আসা যাওয়া বেশ সহজ। এই গুহার গভীরতা হলো 1543 meters (5062 feet)। 8.সাকটা ভেজসেসূলেভ পান্টজূখিনা (Shakta Vjacheslav Pantjukhina):এটিও জর্জিয়ার আরো 400টি গুহার সাথে এটি অবস্হিত। এবং এর মধ্যে থেকে এটিকে আলাদা করা হয়েছে,কারন এটি অন্যগুলির চেয়ে বেশী গভীর। এর গভীরতা 1508 meters (4948 feet)।

9.সীমা ডি লা ক্রনিশা-টোরকা মেগালি (Sima de la Cornisa – TorcaMagali): এটি স্পেনের ইউরোপা পর্বতে অবস্হিত। গুহা গবেষকদের মতে এই গুহাটি ভূ-পৃস্টের অপেক্ষাকৃত কঠিন নিম্নস্তর। এর গভীরতা হলো 1506 meters (4942 feet)। এই গুহাটির গঠন এমনি যে এটি কখনো ভেন্গে পড়বে না। 10.সাই-2 (Cehi 2):এর নামটি মনে রাখার মত সহজ,কিন্ত বাস্তবে এটি বিশ্বের দশমতম গভীর গুহা।

এটি স্লোভেনিয়ার পশ্চিম জূলিয়ান আল্পস ইটালির সীমানার কাছাকাছি অবস্হিত। এর গভীরতা 1502 meters (4927 feet)। পেশাদার গুহা আরোহনকারীদের কাছে এর নীচে নামাটা কখনো সুখখর অনূভুতি হিসাবে ধরা দেয় না। ছবি সৌজ্যন্যে:গুগল। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.