আমার চারপাশে অগনিত কুশীলব
যে যার পারফরমেন্স দেখাতে উদগ্রীব
দুর্দান্ত অভিনয় করে যাচ্ছে সবাই
শুধু আমি যেন কেন পেরে উঠছিনা
বারবার থমকে যাচ্ছি একটা জায়গায়
কি করব না করব ভেবেই সময় করছি পার
জীবন নাটকে সুচারু প্রানবন্ত উপস্থাপন আবশ্যক
যারা পটু অভিনেতা, তাদের ভাগ্য সুপ্রসন্ন
না চাইতেই হাতের কাছে পৌছে যায় সব মওকা
বিলাস বৈভব সব উছলে পরে
এই অভিনয় মানব জীবনে সার্বজনীন
তাই সকলে কম্প্রমাইজ করে নেয় সহজেই
আমি পারিনা, শুধু দেখি -
পয়মন্ত কুশিলবগন অতিক্রম করে যায় আমাকে
দেখি মুখস্ত মানুষের কাফেলা
কি নির্ধিদায় আমাকে পেছনে ফেলে
হাস্যকর দ্রুততায় এগিয়ে যায়
সবাই ব্যস্ত দিনমান নয়টা-পাঁচটা'র চক্করে
প্রতিদিনের একই ভূমিকায় অভিনয় করতে
এক ঘেয়েমিপনাও ছোয়না তাদের
আমি অমন রোবটিক জীবন-যাপন করতে পারবনা
কারণ আমি স্বাধীনতাকামী বিপ্লবী নেতা
আমি অভিনেতা হতে আসিনি
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।