বাংলা সিনেমার অত্যন্ত জনপ্রিয় অভিনেতা আনোয়ার হোসেন আর নেই (ইন্না লিল্লাহি...রাজিউন)।
গতকাল দিনগত রাত দুইটার দিকে রাজধানীর পান্থপথের স্কয়ার হাসপাতালে তার জীবনাবসান হয়েছে।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন এই কিংবদনি্ত অভিনেতা।
বরেণ্য এই অভিনয় শিল্পী ১৯৩১ সালের ৬ নভেম্বর জামালপুর জেলার সরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম নজির হোসেন ও মায়ের নাম সাঈদা খাতুন। তিনি ছিলেন তাঁর বাবা-মায়ের তৃতীয় সন্তান।
১৯৫১ সালে তিনি জামালপুর স্কুল থেকে ম্যাট্রিক পাস করেন। এরপর তিনি ময়মনসিংহ আনন্দমোহন কলেজ থেকে এইচএসসি পাস করেন।
আনোয়ার হোসেন স্কুলজীবনে প্রথম অভিনয় করেন। তাঁর প্রথম অভিনীত প্রথম নাটক- ‘পদক্ষেপ' (আসকার ইবনে সাইকের লেখা)।
১৯৫৭ সালে আনোয়ার হোসেন ঢাকায় চলে আসেন। এ বছরই পরিচয় ঘটে পরিচালক মহিউদ্দিনের সঙ্গে। এর পর পরই তিনি অভিনয় শিল্পে জড়িয়ে পড়েন।
তাঁর অভিনীত প্রথম ছবির নাম- ‘তোমার আমার'।
এ ছবিতে তিনি তাঁর অভিনয়ের স্বাক্ষর রাখেন। এরপর একের পর এক ছবিতে অভিনয় করতে থাকেন এই বরেণ্য শিল্পী।
অভিনেতা আনোয়ার হোসেন অভিনীত ছবিগুলোর মধ্যে রয়েছে- ‘জীবন থেকে নেয়া', ‘সূর্যস্নান', ‘লাঠিয়াল', ‘জোয়ার এলো', ‘কাঁচের দেয়াল', ‘নাচঘর', ‘দুই দিগন্ত', ‘বন্ধন', ‘পালঙ্ক', ‘অপরাজেয়', ‘পরশমণি', ‘শহীদ তিতুমীর', ‘ঈশা খাঁ', ‘অরুণ বরুণ কিরণমালা', ‘গোলাপী এখন ট্রেনে' উলে্লখযোগ্য। নায়ক হিসেবে তার শেষ ছবি ‘সূর্য সংগ্রাম'।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।