আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশে তৈরি সৌরশক্তি চালিত রিকশা

আমার এই পথ চলাতেই আনন্দ... আর পরিশ্রম করে রিকশা চালাতে হবে না। পরিশ্রম কমিয়ে দিতে বাংলাদেশী প্রতিষ্ঠান বিভা টেক লিমিটেড নিয়ে এসেছে সৌরশক্তিচালিত রিকশা। ২৫শে জানুয়ারি ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে রিকশাটি পরীক্ষামূলকভাবে চালিয়ে দেখানো হয়। রিকশাটি ঘন্টার ২৫ কিলোমিটার পথ পাড়ি দিতে পারবে। এতে কোন জ্বালানি খরচ করতে হবে না, কারন এটি সূর্য্যের আলো থেকে প্রয়োজনীয় শক্তি নিয়ে চলবে।

এবং রাস্তায় চলতে চলতেই এটি চার্জ হবে। এর নির্মাতা প্রতিষ্ঠান বিভা টেকের ব্যবস্থাপনা পরিচালক সাঈদুর রহমান জানান, ‘সৌরশক্তিচালিত রিকশার কারনে পরিবেশ দূষন কমবে এবং নগরবাসীর যাতায়াত সমস্যাও লাঘব হবে। তাছাড়া যেহেতু কায়িকশ্রমের দরকার নেই, তাই বৃদ্ধরাও এটি চালিয়ে আয় করতে পারবেন। যানজট কমাতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে’। রিকশাটিতে রয়েছে দুটি অংশ।

একটি সাধারণ রিকশা আর তার সাথে যুক্ত করা হয়েছে মোটর, কন্ট্রোলার, ৪৮ ভোল্টের ব্যাটারি, সোলার প্যানেল এবং স্পিডোমিটার। বর্তমানে প্রতিষ্ঠানটির উত্তরার কারখানায় রিকশা উৎপাদনের কাজ চলছে। মূলত দেশি উপকরণ দিয়েই তৈরি করা হচ্ছে রিকশাগুলো। সবুজ এই রিকশাগুলো বৈদ্যুতিক চার্জের মাধ্যমেও চালানো যাবে। এক ইউনিট বিদ্যুৎ দিয়ে চার্জ দিলে রিকশাটি ১০ ঘন্টা চলবে।

এই রিকশা চালিয়ে দিনে ১ হাজার টাকা আয় করা সম্ভব বলে জানিয়েছেন এর নির্মাতারা। রিকশাটির বাজারমূল্য ৮০ হাজার টাকা। চাইলে কিস্তিতেও কেনা যাবে এসব রিকশা। প্রথমবারের মত ২ হাজার রিকশা বাজারে ছাড়া হবে বলে নির্মাতা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে। মূল-http://tech.priyo.com/news/innovation/2012/01/27/2090.html ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.