জীবনে যা কিছু শিখলাম ,সব ভুল করে শিখলাম । ভুল বিহনে কোন কিছু শিখা যায় না । আসলাম আপনাদের মাঝে কিছু শিখার তরে । কৌতুক নং ১:পথচারী ও দোকানদারের সাথে কথা হচ্ছে। পথচারী:সাওদাগর ভাই তাড়াতাড়ি আমাকে একটা থলে দেন।
আমাকে বাস ধরতে হবে। দোকানদার:ভাই মাফ করবেন । বাস ধরার মত থলে আমার কাছে নেই। কৌতুক নং ২:শিক্ষক: বাতাস, নদী ও পানি এ তিনটির । যে কোন একটির ওপর ২০ লাইনের রচনা লেখ।
ছাত্র: এ সব কি বলছেন স্যার? আমিতো কাগজের উপর ছাড়া অন্য কারও ওপরে লিখতে পারি না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।