চিকিৎসা/মেডিক্যাল সার্ভিস / DNA টেস্টিং সার্ভিস বিষয়ে এদেশের একটি প্রতিষ্ঠানের চমৎকার একটি উদ্যোগ জানাতে তাদের এই লিফলেটটি সবার জন্য শেয়ার করলাম। এদের সাথে যোগাযোগের ঠিকানাটি ভবিষ্যৎ প্রয়োজনে সংরক্ষন করে রাখতে পারেন।
আপনি কি আপনার বা আপনার প্রিয়জনের চিকিৎসা নিয়ে চিন্তিত?
ভাববার’ই কথা। কেননা প্রাথমিক অবস্থায় সঠিক ভাবে রোগ নির্ণয় না করতে পেরে একের পর এক নতুন নতুন ডাক্তার দেখানো, গাদা গাদা মেডিক্যাল টেস্ট …. এসবে একদিকে যেমন রোগীর হয়রানি - রোগটাকে শরীরে স্থায়ীভাবে জেঁকে বসার সুযোগ করে দিয়ে জীবনকে হুমকির মুখে ঠেলে দেয় - ঠিক তেমনি অহেতুক অপচয় হয় কষ্টার্জিত অর্থের ।
আর তাই আমরা চিকিৎসা ক্ষেত্রে রোগীর প্রাথমিক অবস্থায় সঠিক ভাবে রোগ নির্ণয় তথা দ্রুত আরোগ্য লাভের লক্ষ্যে সকল ধরণের রোগীদের জন্য ‘চিকিৎসা গাই্ডেন্স সার্ভিস’ দেওয়ার নিরন্তর চেষ্টা করে চলেছি।
সেই সাথে আমরা আমাদের ডাক্তার, হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনষ্টিক সেন্টারের সর্বোচ্চ মান উন্নয়নে ‘পরামর্শ সেবা’ প্রদান করছি।
আমাদের লক্ষ্যঃ - -
- রোগীর আরোগ্য লাভে রোগীদের দেশে-বিদেশে উন্নততর চিকিৎসা গ্রহণে সহায়তা করা।
- পেশাগত মান উন্নয়নে ডাক্তারদের বিদেশে প্রশিক্ষণ গ্রহণে সহায়তা করা।
- হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনষ্টিক সেন্টারের সর্বোচ্চ মান উন্নয়নে ‘পরামর্শ সেবা’ প্রদান করা।
আমাদের রোগী সহায়তা সেবা সমূহ :
গাই্ডেন্স সার্ভিস : ঢাকা ও ঢাকার বাইরের রোগীদের স্থানীয় ও ঢাকার সকল হাসপাতালে উন্নততর চিকিৎসা গ্রহনে সহায়তা প্রদানসহ ভারতের কোলকাতা, চেন্নাই, হায়দারাবাদ, দিল্লী, বাঙ্গালোর, মুম্বাই এর অ্যাপোলো, পীয়ারলেস, বিড়লা, রুবী, মেডিকা, ওখার্ড, ফর্টিস, এসকর্ট হার্ট, গ্লোবাল, নারায়ণা হৃদয়ালয়, ম্যাক্স, ব্রীচক্যান্ডি, যশলোক, টাটা মেমোরিয়াল, মনিপাল, রাজিভ গান্ধী ক্যান্সার হাসপাতালসহ মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, ব্রিটেন ও আমেরিকায় সকল বিষয়ে উন্নত চিকিৎসা গ্রহনে গমনেচ্ছুক রোগীদের জন্য আমরা সহায়তা করছি।
বিদেশী ডাক্তারদের মতামত ও ভ্রমন সহায়তা : দেশে - বিদেশে চিকিৎসা গ্রহনেচ্ছুক সকল রোগীরা এখন থেকে আপনাদের রোগের বিবরনী ও মেডিক্যাল রিপোর্ট সমূহ আমাদের কাছে পাঠিয়ে ঘরে বসেই জেনে নিতে পারবেন আপনার প্রকৃত সমস্যা, রোগের সম্ভাব্য চিকিৎসা, রোগ অনুযায়ী সঠিক চিকিৎসক, চিকিৎসার খরচ, চিকিৎসার সময়কাল ও চিকিৎসা পূর্ব রোগীর সকল প্রস্ততিসহ সকল বিষয়ে। সেইসাথে রয়েছে ডাক্তার অ্যাপয়ন্টমেন্ট, হোটেল বুকিং, ভিসা/ভ্রমন সহায়তা, চিকিৎসা পরবর্তী ফলো – আপ প্র্ভৃতি সকল সুবিধা।
নিঃসন্তান দম্পতিদের জন্য বিশেষ সহায়তা সেবা : সন্তান গ্রহনে সমস্যা কবলিত দম্পতিদের উপযুক্ত চিকিৎসা বিষয়ে পরামর্শ সেবা ও IUI, IVF (টেষ্ট টিউব বেবী) সহ দেশে-বিদেশে সামগ্রিক ‘ইনফার্টিলিটি চিকিৎসা’ বিষয়ে আমরা বিশেষভাবে সহায়তা করে থাকি।
মাদকাসক্ত ও মানসিক চিকিৎসা সহায়তাঃ মাদকাসক্তি সহ বিষণ্ণতা, সিজোফ্রেনিয়া, দুশ্চিন্তা, ম্যানিয়া, ভয়ভীতি, শুচিরোগ, শিশুকিশোর ও মহিলাদের সকল প্রকার মানসিক সমস্যা বিষয়ে ভারতের বিখ্যাত মনরোগ বিশারদের (psychiatrist) পরামর্শ গ্রহনের সুযোগসহ বাংলাদেশের সর্বাধুনিক মাদকাসক্ত নিরাময় ও মানসিক চিকিৎসা কেন্দ্র ‘HELP’এ চিকিৎসা ক্ষেত্রে আমরা সহায়তা করে থাকি।
হেল্থ চেক-আপঃ আমাদের রয়েছে সাশ্রয়ী খরচে ভারত ও মালয়েশিয়ায় ভ্রমনসহ মেডিক্যাল চেক – আপ এর বিশেষ প্যাকেজ।
DNA টেস্টিং সার্ভিস
প্যাটার্নিটি, ম্যাটার্নিটি, রিলেশনশীপ, ইমিগ্রেশন, হেলথ ডিএনএ সহ UK USA ল্যাবের সকল ধরনের ডিএনএ টেষ্টের স্যাম্পল কালেকশন আমরা দেশে বসেই করে দিচ্ছি (http://www.easydnabangladesh.com)
হেলথ ডিএনএ টেস্টের মাধ্যমে হার্ট, ক্যান্সার, ডায়াবেটিস সহ ২৫টিরও অধিক মরণঘাতী রোগে আপনার বা আপনার প্রিয়জনের আক্রান্ত হবার কতটুকু সম্ভাবনা রয়েছে তা পূর্বেই জেনে নিতে পারবেন এবং সে অনুযায়ী সতর্কতা অবলম্বন করে সহজেই অকাল মৃত্যু ঝুঁকি এড়াতে পারবেন।
শুধু একটি হ্যালো ... আপনাকে পৌঁছে দিবে নিবিড় সহযোগিতার এক অপার দিগন্তে ... জরুরী হেল্প লাইনঃ ০১৬ ৮৪ ৩৪ ২৪ ৪৯
ডাক্তারদের জন্য আমাদের বিশেষ প্রশিক্ষণ সহায়তা (Doctor Training Arrangement)
আমরা ডাক্তারদের পেশাগত মান উন্নয়নে তাঁদের দেশে-বিদেশের বিভিন্ন হাসপাতালে মেডিক্যাল, ডেন্টাল, সার্জিক্যাল, ইণটারভেনশনাল, ক্লিনিক্যাল ফিল্ডসহ বিভিন্ন হ্মেএে (স্বল্প/দীর্ঘ মেয়াদী) স্পেশিয়ালিটি ট্রেনিং, IVF হ্যান্ডসঅন ট্রেনিং, মেডিক্যাল ডিগ্রি/ ডিপ্লোমা/ ইন্টার্নশীপ, ফেলোশীপ মেডিক্যাল ওয়ার্কসপ, সেমিনার, কনফারেনসে অংশগ্রহনে সহায়তা করে থাকি।
আমাদের এই সহায়তা সেবা পেতে চাইলে চিকিৎসকগণ তাঁদের সংক্ষিপ্ত বিবরণী, যোগাযোগের ঠিকানা, প্রশিহ্মণ গ্রহণের আগ্রহী বিষয় (Field of Interests) সমূহ উল্লেখ করে আমাদের ইমেল () করতে পারেন।
হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনষ্টিক সেন্টারের জন্য পরামর্শ সেবা (Hospital Consultancy)
হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার মানুষের স্বাস্থ্য সেবার ক্ষেএে একটি অত্যন্ত সংবেদনশীল ও মানবকল্যাণমূলক পরিষেবা। তাই শুধুমাএ আর্থিক লাভেই এর ক্ষেএ সীমাবদ্ধ থাকা উচিৎ নয়।
উপর্যুক্ত অবকাঠামো, যোগ্য ব্যবস্থাপনা,উন্নততর চিকিৎসা সেবা, প্রশিক্ষিত চিকিৎসক, জনবল প্রভৄতি নিশচিতকরণের মাধ্যমে এক্ষেএে প্রতিনিয়ত এগিয়ে যেতে হয় প্রতিযোগীতামূলক স্বাস্থ্য সেবা তথা বাণিজ্যিক সফলতার পথে। আর তাই আমরা হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারের কাংখিত লক্ষ্য অর্জনের প্রতিটি পদক্ষেপে নিম্নোল্লেখিত সকল বিষয়ে সহায়তাসহ সার্বিক সহযোগীতা করছি –
- হাসপাতালের জন্য পেশেন্ট জেনারেশন সহ কাংখিত রাজস্ব উন্নয়নে সহায়তা ।
- হাসপাতালের মানোন্নয়নে ও কোন বিশেষ চিকিৎসা স্পেশালিটি স্থাপনে বিদেশী হাসপাতালের সাথে টাই-আপ ও টেকনোলজি ট্রান্সফার সহযোগীতা।
- নতুন হাসপাতাল নির্মাণ বা পুরনো হাসপাতালের মানোন্নয়নে সহায়তা ।
- IVF ল্যাব্রেরেটরী প্রতিস্হাপনে প্রকল্প পরিকলপনা, ব্যবস্থাপনা ও ট্রেনিং সহযোগীতা।
- মানবসম্পদ উন্নয়নে পরিকলপনা, প্রশিক্ষণ ও দেশী – বিদেশী ডাক্তার, নার্স নিয়োগে সহায়তা।
- হাসপাতাল, ক্লিনিক, প্যাথলজি, ডায়াগনষ্টিক সেন্টারের আন্তর্জাতিক মান উন্নয়নের লক্ষ্যে CAP(College of American Pathologists), JCI (Joint Commission International) এবং ISO 15189; 2007 অ্যাক্রিডিয়েশন প্রাপ্তির ক্ষেত্রে সার্বিক সহযোগীতা ও পরামর্শ সেবা।
- মেডিক্যাল ইকুইপমেন্ট টেস্টিং ও ক্যালিব্ল্রেশনঃ আপনার চিকিৎসা সরঞ্জাম নিশ্চিতভাবে কার্যকর রাখতে ও এর নিয়মিত রক্ষণাবেক্ষণের লক্ষ্যে এদেশে আমরা সর্বোত্তম মানে আপনার মেডিক্যাল সরঞ্জাম পরীক্ষা ও ক্যালিব্ল্রেশনের কাজ করছি।
‘MEDITRAIN’
(স্বাস্থ্য সেবায় দেশে - বিদেশে আপনার একান্ত স্বজন)
'Spring Leaf', Suite# BG , House No - 27, Road No -126 , Gulshan - 1, Dhaka – 1212, Bangladesh, Tel: +88 (02) 8822145, +88 (02) 8820230, Fax: +88 (02) 8815700, Cell:016 84 34 24 49, Email:
জরুরী হেল্প লাইনঃ ০১৬ ৮৪ ৩৪ ২৪ ৪৯
We can do no great things, only small things with great love …
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।