আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগার শামসীর ভাইয়ের পুত্রসন্তান জন্মের খুশিতে নবজাতককে উতসর্গ করে আমার এই কবিতাটি রিপোস্ট করলাম

নিরপেক্ষ ও স্বচ্ছ মডারেশন চাই প্রিয় ব্লগার শামসীর ভাইয়ের নবজাতক পুত্রকে উতসর্গ করে- ----------------------------------------------------------------------------- আগমন কবে থেকে মনে নেই- আছি অন্ধকার প্রকোষ্টে নিমজ্জিত- পিচ্ছিল তরলে, আলো বাতাসহীন এক আশ্চর্য অন্ধকার গহ্ব্‌র; তবুও ভয়হীন আমি- তরলে লুটোপুটি খাই। আমার নাভীমূল হতে বেড়িয়ে যাওয়া নল আমাকে যুক্ত করেছে এই কুঠুরীর দেয়ালে। আমার এ বসতি বড় চঞ্চল- চলমান, হস্ত পদ প্রসারিত করে ছুয়ে দেই প্রকোস্টের মসৃন গা, কখনো কখনো দেয়ালের ওপাশ থেকেও স্পর্শ পাই; কে যেন পরম মমতায় হাত বুলায়। সময় যেন থমকে থাকে- আমি বেড়ে উঠি, আমার কায়া পূর্ণ থেকে আরো পূর্ণ হতে থাকে, এই অপরিসর কুঠুরী আমার দেহে ভরে ওঠে; কমে যায় তরলের পরিমান। আমার মাথার উপর খুলে যাচ্ছে দরজা; অনুভব করি উর্দ্ধমূখী প্রচন্ড টান।

শুনতে পাই পরিচিত কন্ঠের যন্ত্রনা কাতর চিতকার; আমার মস্তকের দুপাশ শাড়াসির মত চেপে আমাকে কেউ এখান থেকে বের করতে চাচ্ছে। আমার পাশদিয়ে বেড়িয়ে যাচ্ছে সেই পিচ্ছিল তরল। আমাকে বের করা হল; থেমে গেল চিতকারের শব্দ। এক অত্যুজ্জ্বল বিচিত্র স্থানে আমি পৌছে গেলাম, তখনো আমি আমার ছেড়ে আসা প্রকোস্টের সাথে যুক্ত; অনুভব করলাম আমার নাভিমূল সংযোগ বিচ্ছিন্ন করা হল। পূর্বে যা ছিল আমার নিকট নিম্নমূখী- এখানে তা উর্দ্ধ বলে অনুভুত।

আমার পদযুগল একসাথে ধরে ঝুলিয়ে দেয়া হল; হঠাত অনুভব করি পৃষ্টদেশে ভয়ংকর আঘাত- চমকে উঠি এই বর্বরতায়; চিৎকার করে জানাই আমার অস্তিত্ত্ব। শুনতে পাই কিছু অপরিচিত আনন্দমুখর মানুষের কলরব- "পোলা হইছে!! পোলা হইছে!!" তাদেরই একজন হাক দেয় ভরাট কন্ঠে- " আল্লাহু আকবার- আল্লাহু আকবার ................................."  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.