I love politics. I want death of those who killed our Army officers. সত্যি করে বলেনতো আপনারা কয়জন আছেন রোজার সময় নিজেকে খারাপ কাজ করা থেকে দূরে রাখবেন? জড়িপ নিলে দেখা যাবে সবাই একেবারে ধোয়া তুলসি পাতা হয়ে যাবে কিন্তু আসলেই কি আপনারা সবাই পবিত্রতা বজায় রাখবেন? ঠিকইতো সময় পেলেই সানি লিওনির ছবি দেখে নিজেকে "হালকা" করবেন, তাই না? তাহলে কেন বেহায়ার মতো সবাইকে বলে বেড়াবেন যে আমি রোজা, আমি খারাপ কাজ করা থেকে নিজেকে দূরে রাখি??? আমাদের এই দ্বৈত চরিত্র বর্জন করা উচিত। তুমি রোজাও রাখবা আবার সময় সময় হস্তমৈথুনও করবা আবার লোকদেরকে ভাল উপদেশ দিয়া বেড়াবা, সেটা কি হয়? রোজা রাখলে হয় পূর্নাঙ্গভাবে রোজা রাখো আর না পারলে, সানি, পাওলি চিন্তায় মশগুল থাকো। কিন্তু ধর্মের সাথে বেঈমানী করোনা!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।