আমাদের কথা খুঁজে নিন

   

শিক্ষিত কয়জন ?

শিক্ষিত কয়জন ? হে হে আবার ধন্য মানবজীবন আলোকিত সে কি আলোকসভা উজ্জ্বল হেডলাইট । লোভী কিছু উদ্দাম সাহসে সার্থক জীবন জীবন। হে হে মানুষ সেই জন ? ষুদ্র ক্ষুদ্র মনের বনসাই গড়ে ওঠে আভিজাত্তের রসে , মাতাল হাওয়ায় সেই গাছের - পাতা আর কি নাচে ? সে তো সভ্যতার টিউমার । মনুষ্যতের কুর্তা সে তো আজ করপোরেসি, রক্ত মাংসের অবমাননায় ওরা শুধুই মাংসপেশি । হা রে রে রে রে কইতে পারে না , পশু সেই আত্মা ।

অন্যায়ের চাঁদরে, সবাই আজ এক কাতারে । ওরা মানুষ না কুত্তা, কেউ বোঝে , কেউ বোঝে না , কেউ বুঝেও বুঝতে চায় না । বাংলার এ মাটিতে দেখি জারজের শাসন বহুকাল ধরে , অবরুদ্ধ মানবতার লালন । কাঁদতে ভুলে না , খেতে ভুলে যায় দূর দেশের অত্যাচার । ওরা হৃদয়ের মনুষ্যত্ববোধ , ওরাই মানুষ , দুনিয়ার বীর ।

ওরা পারবে কি আপন সাদা স্বপ্নে হটাতে গভীর আধার , ওরা পারবে কি , বিশাল হাঙ্গর সমুদ্রে করতে তরিপার । ওদের মুখের লালায় , চোখের দিশায় , নিঃশ্বাসে নিঃশ্বাসে , শত শত আনন্দ - শত শত প্রতিবাদ , ঠিকরে ঠিকরে পড়ে । ওদের আলোয় নাশ হয় কত রোগাক্রান্ত পশু , ওরা আশীর্বাদপ্রাপ্ত , ওরাই আবার ভাগ্যহীন পশু । জ্ঞানের আলোয় উত্তর উত্তর পবিত্র আত্মা , লভে স্বাদ পূর্ণতার স্নিগ্ধ অবগাহনের । ওরা ভুলে যেতে পারে এক মুহূর্তে আত্মার আত্মীয় , ওরা স্বার্থান্ধ মন সইতে পারে না ।

ওদের এমনি মন্ত্র । ওদের সাথে কয় , বিশাল আকাশ , সবুজ বাতায়ন । মনে তোলে ঢেউ সমুদ্র আর রাতের নির্জন , ওদের পথ দেখায় , নজরুলের মানবতার শাশ্বত পথ । ওদের মৃত্যু তে পৃথিবী কাঁদে হয়ে নিপীড়িত জন , ওরা পরোয়া করে না বিধাতাতুল্য বিপথগামী মন । ওরা বাঁচতে বাঁচে না , বাঁচিয়ে রাখে সুনীল ভুবন ।

ওরা স্বর্ণ করে মুহূর্তে , ওরা তৈয়ারে নতুন দিগন্ত । ওরা চিরন্তন , ওরা গায়ে মেখে কাঁদা , পৃথিবীরে জানায় অভিবাদন , ওরা এমনই আপনজন । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.