আমাদের কথা খুঁজে নিন

   

সামুর ইতিহাসের শ্রেষ্ঠ কয়জন ব্লগার!

যাদের হাতে দলীল প্রমাণ কম তারা গালি দেয় বেশি

সামুতে হেভিওয়াট ব্লগার, হিট-সুপারহিট ব্লাগার, সিন্ডিকেট ব্লগার, দলীয় অন্ধ সমর্থক ব্লগার, আরো কত ব্লগার ! দুর্ভাগ্যজনক ভাবে এদের বেশীর ভাগকেই খুব ইম্প্রেসিভ মনে হয়নি, তাই তাদের বেশীরভাগেরই ভক্ত হতে পারিনি । এসব ব্লগারদের নিয়ে আবার বিভিন্ন পোষ্ট হয় , আলোচনা - তালিকার শীর্ষেও অনেকে থাকেন, কিন্তু সেসব তালিকাতেও আলোচনা করতে কখনও সাচ্ছন্দ বোধ করিনি । তাই নিজ থেকে একান্তই আমার পছন্দের কয়জনের নাম দিচ্ছি, যাদের ভক্ত আমি, আমার দৃষ্টিতে তারা সামুর শ্রেষ্ঠ : কবি ও কাব্যওনার ব্লগ হঠাৎ দেখে মনে হতে পারে বাংলা সিনেমার ধারা ভাষ্যকার, অথচ খুবই গভীর ওনার লেখা -অনুভব-অনুভুতি । নিজেই একটা পোষ্টে বলেছেন : ২০১৩ এর শুরু থেকে কিছু রাজনৈতিক পোস্ট দেয়ার কারনে আমি হয়েছি অনেকের কাছে সমালোচিত , ঘৃণিত যা আমাকে কোন কষ্ট দেয় না বরং দুঃশাসন , নির্যাতন ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস ও প্রেরণা যোগায় । ওনার কয়েকটি পোষ্ট : অসাধারন সাহসিকতার জন্য ' নোভা' ও সাহসী ফজল ভাইকে স্যালুট ৭১ এর রাজাকারনামা ২ (শেষ পর্ব) ঃ রাজাকারদের কর্মকাণ্ড নিয়ে মেগাপোস্ট জুলভার্ন ওনার কথা আর কি বলব, ওনার পরিচয় তো উনিই । রাজনিতিক দলকে সরাসরি সমর্থন করে লেখা ব্লগারদের মধ্যে আমার দেখা শ্রেষ্ঠ ব্লগার : দাসত্ব হেভী ওয়েট ব্লগার না, লিখেছেন মুলত ইতিহাসের উপরেই, এরপরও যুক্তি তথ্য উপাস্হাপনায় অসাধারণ, যার ভক্ত আমি : উৎকৃষ্টতম বন্ধু রাজনৈতিক দর্শন আমার সাথে মিলে না তবুও যার শ্রেষ্ঠত্ব মেনে নিয়েছি : রেজা ঘটক কাউসার রুশো , একটা পোষ্টের জন্যই আমি ওনার ভক্ত : আমার যত ভ্রমণ ও ছবিব্লগ , ওনার লেখাগুলো উপরের অনেকের অনেক লেখা থেকে ভাল, কিন্তু ওনার পোষ্টে রাজনৈতিক - সামাজিক বিষয়গুলো আসেনা, তাই ওনার স্হান আমার কাছে উপরের সবার মত না ! ( ক্যাচাল ভাল পাই, আর উনি ক্যাচালে নাই, তাই )

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.