সকাল সকাল মেজাজটা বিগড়ায়ে গেল। মেইল চেক করতে যেয়ে দেখি সামু থেকে মেইল।
dear blogger,
your post ban has been removed.
happy blogging
thanks,
somewherein blog team.
http://www.somewhereinblog.net
পরে সামুতে ঢুকে দেখি আমারে জেনারেল করা হয়েছে। অথচ আমার কোন পোষ্ট বা মন্তব্য ডিলেট করেনি। আর সবচেয়ে বড় কথা আমি সাম্প্রতিক সময়ে এমন কোন পোষ্ট বা মন্তব্য কোথাও করিনি যে আমাকে সেফ থেকে জেনারেল করতে হবে।
আর সবচেয়ে মজার ইমেইলের ভাষা। এতা বড় একটা ব্লগ তাদের ইমেইল এ কোন কারন দর্শানো থাকেনা। এতোদিন জানতাম ব্লগ হচ্ছে মুক্ত মনের কথাবলার স্থান। আর তারাই অগনতান্ত্রিক উপায়ে কোন কারন না দেখেয়ে জেনারেল করে। ইমেইলের সবগুলো লেখাই ছোট হাতের অক্ষরে।
আমার পরিসংখ্যান দেখলেই বোঝাযায় আমি সেরকম বড় কোন ব্লগার নই। ব্লগে প্রতিদিনই ঢুকি কিন্তু সচরাচর কিছু লিখিনা। শুধু পড়ি। মাঝেমাঝে ২/১ টা কমেন্ট করি।
পাগল হয়ে গেছে সামু।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।