আমি কেনো গাছ হবো এই উঠানে?
আমার ঘরে শালিখ পাখির ঝগড়া শুনে
শুধু পাতা ঝরাবো তোমার গানে?
কেন হবো রক্তজবা?
গাঁথবো মালা?
কেন হবো শাদা পরী? উড়ে বেড়াবো?
কেন আমি মিলিয়ে যাবো বকের মতন বাঁকা ঠোঁটে
অই দিগন্তে? মাছের টুকরো মুখে নিয়ে
দেখবো কেনো সময় ঘড়ি? অন্ধকারে
কেনো আমি ?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।