ক্ষমতাচ্যুত করার পর মিসরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে একটি সেনা স্থাপনায় আটকে রাখা হয়েছে। মুরসির শীর্ষ সহযোগীরাও তাঁর সঙ্গে আটক রয়েছেন। মুসলিম ব্রাদারহুডের একজন জ্যেষ্ঠ নেতা এ তথ্য জানান। আজ বৃহস্পতিবার বার্তা সংস্থা এপি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মুরসির ডানহাত বলে পরিচিত এসাম এল হাদ্দাদের ছেলে জিহাদ এল হাদ্দাদ বলেন, ‘মুরসি ও তাঁর সহযোগী সব কর্মকর্তাকে প্রেসিডেন্সিয়াল রিপাবলিকান গার্ডস ক্লাবে গৃহবন্দী করে রাখা হয়েছে।
তবে মুরসিকে তাঁর সহযোগীদের কাছ থেকে আলাদা করে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে নিয়ে যাওয়া হয়েছে। ’
মুরসিকে বন্দী করার তথ্যের সত্যতা যাচাইয়ে সেনা মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ ব্যাপারে কথা বলতে রাজি হননি। মুরসিকে পরে ছেড়ে দেওয়া হবে কি না, এ ব্যাপারেও তিনি কিছু জানাননি।
তবে ইউটিউবে পোস্ট করা একটি ভিডিওতে মুরসি বলেন, ‘আমিই মিসরের নির্বাচিত প্রেসিডেন্ট। ’ গত বছরের নির্বাচন ও গত ডিসেম্বরের সাংবিধানিক গণভোটের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এখন এর বৈধতা রক্ষা করা জনগণের দাবি।
’
মুরসিকে ক্ষমতাচ্যুত করার বিষয়টিকে তাঁর কার্যালয় থেকে ‘অবৈধ’ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে মিসরবাসীকে শান্তিপূর্ণভাবে এ ‘সামরিক অভ্যুত্থান’ ঠেকানোর আহ্বান জানানো হয়।
প্রতিবেদনে জানানো হয়, মুরসির সহযোগীরা নিজেদের টেলিফোন-সংযোগ বন্ধ রেখেছেন। অন্যান্য সহযোগী যাঁরা গতকাল মুরসির সঙ্গে ছিলেন না, তাঁরা জানান, তাঁদের নেতার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। ক্ষমতাচ্যুত হওয়ার আগে মুরসি রিপাবলিকান গার্ডসের সদর দপ্তরে তাঁর কার্যালয়ে ছিলেন।
একজন পুলিশ কর্মকর্তা জানান, মুসলিম ব্রাদারহুডের ৩০০ নেতা-কর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
পুলিশ ইতিমধ্যে ক্ষমতাসীন ফ্রিডম এবং জাস্টিস পার্টির প্রধান সাদ আল-কাতাতনি এবং মুসলিম ব্রাদারহুডের ডেপুটি সুপ্রিম গাইড রাশাদ বায়োমিকে গ্রেপ্তার করেছে।
মুরসির পতনের পর আরব লিগের প্রধান আমর মুসা বলেন, ‘মুরসির পতনের পর মিসরের নতুন সরকারের জন্য “এখন” আলোচনা শুরু হবে। সরকার এবং সবকিছুর মধ্যে সমন্বয় সাধনের জন্য এখন আলোচনা শুরু হবে। ’
গত বছর প্রেসিডেন্ট নির্বাচনে মুরসির কাছে হেরেছিলেন মুসা।
তিনি বলেন, ‘মুরসির শাসন শেষ। ’।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।